শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিত
‘পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিত’
চাঁদপুর জেলা প্রশাসক (ভিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে গবেষণা হওয়া উচিত। সেজন্যে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার ও তার পরিসংখ্যানও তৈরি করা দরকার।’
শনিবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমষ্টি’র আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন এ ব্যাপারে ব্যাপক সচেতনতা। বর্ষা মৌসুমে এই ডুবে মরার ঘটনা বেশি হয়। তাই অল্প বয়স থেকেই শিশুদের সাঁতার শেখাতে হবে। পানির খুব কাছে শিশুদের খেলাধুলা করতে দেয়া যাবে না।’
আরও পড়ুন: নগরকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিভিল সার্জন কার্যালয় আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লার সভাপতিত্বে ও প্রশিক্ষণের সমন্বয়ক আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্বাগত বক্তব্য দেন ‘সমষ্টি’র গবেষণা ও যোগাযোগ পরিচালক মো. রেজাউল হক ও শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
৩ বছর আগে