রাসেল ভাইপার উদ্ধার
ভোলায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার, বনে অবমুক্ত
ভোলার দৌলতখানের একটি বসত ঘর থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বন বিভাগ সাপটি উদ্ধার করে তজুমদ্দির উপজেলার শশীগঞ্জ বিটের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: গড়াই নদীতে জেলের জালে বিষধর ‘রাসেল ভাইপার সাপ’
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি বাড়ির সফিউল্লাহ মিয়ার রান্না ঘরে হঠাৎ বিষধর সাপটি দেখতে পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী বিষধর সাপটিকে একটি পাত্রে বন্দি করে বন বিভাগকে খবর দেয়। শনিবার সকালে বন বিভাগ সাপটি উদ্ধার করে।
আরও পড়ুন: ভোলায় বিরল প্রজাতির বিষাক্ত রাসেল ভাইপার সাপ
বন বিভাগের দৌলতখানের রেঞ্জ অফিসার মো. আকরাম হোসেন জানান, সাপটি লম্বায় প্রায় চার ফুট ও ওজন প্রায় ৬০০ গ্রাম। দুপুর ১টার দিকে সাপটি তজুমদ্দির উপজেলার শশিগঞ্জ বিটের গহীন অরণ্যে অবমুক্ত করে। ধারণা করা হচ্ছে, এলাকাটি মেঘনা নদী তীরবর্তী হওয়ায় সাপটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। বাংলাদেশে যে সব সাপ দেখা যায় তার মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত।
৩ বছর আগে