সুবর্ণ জয়ন্তী
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রেস ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর ক্লাবে সদস্য সন্তানদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ কমিটির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, রহমান মুস্তাফিজ। শিশু শিক্ষা ও প্রদর্শনী উপ কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপ কমিটির সদস্যরা যোগ দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য ও তাদের পরিবারবর্গ।
আরও পড়ুন: প্রেস ক্লাবে সন্ধানী চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২শ’ জনকে চিকিৎসা
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ প্রেস ক্লাবের
মিডিয়ার ওপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব
১১৭০ দিন আগে
স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলার শপথ নিয়ে আ. লীগের বিজয় শোভাযাত্রা
নানা আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ। এ উপলক্ষে শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার উদ্বোধনকালে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে দলটি।
নির্ধারিত সময়ের অনেক আগেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা জনতার ঢলে পরিণত হয়।
শনিবার দুপুর ১২টা থেকেই ব্যানার, ফেস্টুন, পতাকা, নৌকা, বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা। দুপুর ২টায় র্যালিটি শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দুটি ট্রাকে বানানো হয় মঞ্চ।
বিজয় র্যালি উপলক্ষে পুরো এলাকায় সাজ সাজ রব বিরাজ করে। শোভাযাত্রায় অংশ নিতে জাতীয় পতাকা, পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে হাজির হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীনতা আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে উঠে চারিদিক।
১১৯৭ দিন আগে
আ.লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি, তাজউদ্দিন আহমদের কথা উচ্চারণ করা হয়নি, এমন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে আড়ালে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে ‘সিলেট মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন স্বাধীনতা যুদ্ধ এদেশের আপামর জনতা করেছে; একজন ব্যক্তি বা একক কোনো দল এটা করেনি। মির্জা ফখরুল আরও বলেন, সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না। উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বললেও, দেশে দরিদ্রতা বেড়েছে,দেশের অর্থনীতি ধ্বংস করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: আ.লীগ মানুষকে প্রকৃত ইতিহাস ভুলিয়ে দিচ্ছে: বিএনপি
১১৯৭ দিন আগে