প্রেমের গুঞ্জন
মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন সত্যি হলো!
অবশেষে অভিনেত্রী মেহাজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন হয়তো সত্যি হলো।
শনিবার দুপুরে জনপ্রিয় এই পরিচালক তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাদের দুজনের একটি ছবি পোস্ট করেন।
যেখানে সমুদ্র সৈকতের পাশে এক রিসোর্টের ব্যালকনিতে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন। পেছনে উঁকি দিচ্ছে শেষ বিকালের সূর্য। যার আভা ছড়িয়ে পড়েছে ছবিতে। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।
মেহজাবীন ও রাজীবের এই প্রেমের খবর কিন্তু নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই গুঞ্জন চলছিল। দেশের বাইরে একসঙ্গে ঘোরাঘুরির ঘটনা থেকে যার সূত্রপাত। তবে এ নিয়ে গণমাধ্যমের সামনে কখনই মুখ খুলেননি দুই তারকার একজনও ।
অবশেষে সকল কৌতূহলের অবসান হলো নির্মাতা রাজীবের ইন্সটাগ্রামে পোস্ট করা ছবি থেকে।
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২১: কে এই হারনাজ সান্ধু
ফিল্ম আর্কাইভে বঙ্গবন্ধুর দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’
৩ বছর আগে