ভ্রমণ সুবিধা
মুকুট জিতে যেসব সুবিধা পাবেন নতুন মিস ইউনিভার্স
গত ১৩ ডিসেম্বর হয়ে গেল মিস ইউনিভার্স ২০২১ এর ৭০-তম আসর যেখানে গালা রাউন্ডে বিশ্ববাসীর অবাক দৃষ্টির সামনে বহু প্রত্যাশিত মুকুটটি জিতে নিলেন ভারতের চণ্ডীঘরের মেয়ে হারনাজ সান্ধু। এত বড় একটা অর্জন তার সামনে উন্মুক্ত করে দিয়েছে বিস্তর পথ, যেখানে বিগত আসরের মুকুটধারীদের মতই মিস ইউনিভার্স প্রতিষ্ঠানকে সঙ্গে পাবেন ২১ বছর বয়সী হারনাজ। চলুন, জেনে নিই কী কী সুবিধা পেয়ে থাকেন মিস ইউনিভার্সরা।
নতুন মিস ইউনিভার্স কী কী সুবিধা পাচ্ছেন?
সবচেয়ে দামী মুকুট
এবারের বিশ্ব সুন্দরীর মুকুটের মূল্য ৫০ লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় ৪২ কোটি ৯২ লাখেরও বেশি, যা এ পর্যন্ত মিস ইউনিভার্স ইভেন্টের সবচেয়ে দামি মুকুট। হারনাজের পূর্বে এই মুকুট পড়েছিলেন মিস ইউনিভার্স ২০১৯ দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুঞ্জি ও মিস ইউনিভার্স ২০২০ মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।
আরও পড়ুন: ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য
‘ঐক্যের শক্তি’ স্লোগানের বহুজাতিক অলঙ্কার নির্মাতা প্রতিষ্ঠান মৌওয়াদ ২০১৯ সালে মিস ইউনিভার্স ২০২১ এর জন্য তৈরি করে মুকুটটি। পাপড়ি, পাতা এবং লতার সজ্জায় ১৮-ক্যারেট সোনা এবং ১৭২৫ টি সাদা হীরার বিন্যাস সাতটি মহাদেশ জুড়ে নারীদের পারস্পরিক বন্ধন এবং নেতৃত্বের প্রতিফলক। কেন্দ্রের তিনটি সোনার ক্যানারি রঙের হীরা উচ্চাকাঙ্ক্ষী নারীর প্রতীক বহন করছে।
আকারের দিক থেকে সবচেয়ে ছোট হলেও হীরা ক্যারেট ওজনের দিক থেকে সবচেয়ে বড় এবারের মুকুট। শুধুমাত্র কেন্দ্রের পাথরের ওজনই ৬২.৮৩ ক্যারেট।
আরও পড়ুন: বাংলাদেশের দশটি প্রাচীন মসজিদ: দেশের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন
অর্থ পুরস্কার
২০২১ এর মিস ইউনিভার্স অর্থ পুরস্কার হিসেবে পাচ্ছেন আড়াই লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি সাড়ে ১৪ লাখেরও বেশি।
আবাসন সুবিধা
মিস ইউনিভার্স নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টে পুরো এক বছরের জন্য বসবাস করতে পারেন। তার সাথে মিস আমেরিকাও এই অ্যাপার্টমেন্টটি শেয়ার করেন। এ সময়ে নিউইয়র্কের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় ভার বহন করে মিস ইউনিভার্স প্রতিষ্ঠান।
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২১: কে এই হারনাজ সান্ধু
৩ বছর আগে