সিয়াম আহমেদ
কলকাতার সিনেমায় সিয়াম, আগস্টে শুটিং
প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির নির্মাতা সায়ন্তন ঘোষাল। এতে আরও অভিনয় করবেন প্রসেনজিৎ, শ্রাবন্তী ও আয়ুষী। জানা যায় আগস্ট থেকে লন্ডনে শুটিং শুরু হবে।সিনেমার গল্প প্রসঙ্গে ইউএনবিকে সিয়াম আহমেদ বলেন, ‘গল্প নিয়ে এখনও বিস্তারিত বলার অনুমতি নেই। এটি পরিচালক ভালো বলতে পারবেন। তিনিই আমাদের জানাবেন। আমি যেটুকু বলতে পারব সেটি জানাচ্ছি। এটি পারিবারিক গল্পের একটি সিনেমা। দুটি জেনারেশনের গল্প তুলে ধরা হয়েছে। যেটি শুধু কলকাতা নয়, বাংলাদেশের দর্শকরাও সম্পৃক্ত হতে পারবে।’সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সিয়াম আরও বলেন, ‘গত দেড় বছর ধরে প্রযোজকের সঙ্গে সিনেমাটি নিয়ে টিমের সবার আলাপ হচ্ছে। কিন্তু গল্প নির্বাচনের বিষয়ে আমরা এক হতে পারছিলাম না। অবশেষে এমন একটি গল্প নির্বাচন হয়েছে সেটি সবার পছন্দ হয়েছে।’উল্লেখ্য, নেটফ্লিক্সের ‘লিটল থিংস’খ্যাত অভিনেত্রী মিথিলা পালকারের বিপরীতে বলিউডের একটি সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। ‘ইন দ্য রিং’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম।
আরও পড়ুন: ফের শাকিব-পূজা জুটি
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
২ বছর আগে
তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’ মুক্তি পাবে ২০ মে
দেশে ও উত্তর আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সে ২০ মে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’। ইতোমধ্যে সিনেমার প্রমো টিজার ও দুটি গান প্রকাশ হয়েছে। আর ট্রেলার দেখা যাবে শিগগিরই।‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, প্রমুখ।সম্প্রতি প্রকাশ হয়েছে ‘পাপ পুণ্য’র শুটিংয়ের বিভিন্ন চমকপ্রদ ঘটনার ভিডিও। শুটিংয়ের পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। শুটিংকালীন সময়ে আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানোও হয়েছে এই ভিডিওতে।মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ সিনেমা। জনপ্রিয় এই পরিচালক জানান, ঢালিউড ইন্ডাস্ট্রির চলমান সময়ে‘পাপ পুণ্য’র মতো সিনেমা আরও প্রয়োজন।
আরও পড়ুন: শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
ঈদুল ফিতর ২০২২ এর দর্শকনন্দিত সেরা নাটকগুলো
২ বছর আগে
ছেলের বাবা হলেন সিয়াম
চিত্রনায়ক সিয়াম আহমেদ ছেলের বাবা হয়েছেন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
মা ও ছেলে দুজনই সুস্থ আছেন জানিয়ে তাদের জন্য দোয়া চেয়েছেন সিয়াম আহমেদ।
সিয়াম ও অবন্তী দীর্ঘদিন প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে করেন।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটির বৈশাখ চমক
সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন সিয়াম। এবার ঈদে তার ‘শান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এম রহিম পরিচালিত ‘শান’ এ সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।
২ বছর আগে
সেন্সর পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘শান’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি ‘শান’ মুক্তিতে আর কোনো বাধা নেই।
‘শান’ পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম। সেন্সরের খবর জানিয়ে পরিচালক বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার দারুণ লাগছে। সেন্সরে জমা দেযার পুর ক’দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনী, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ‘শান’-এর কাহিনী সাজিয়েছেন আজাদ খান। তিনি বলেন, ’শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ায় আনন্দ লাগছে। আশা করছি নির্ধারিত তারিখেই সিনেমা হলে মুক্তি দিতে পারবো ছবিটি।’
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমাটির মূখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুন: হবিগঞ্জে ডাকবাংলোর সামনে এবারের ইত্যাদি
সঞ্জীব চৌধুরীর কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেব’ প্রকাশিত
১৫ ব্যান্ডের জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা রক ফেস্ট ২.০’
২ বছর আগে
সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুভমুক্তি
আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার একসাথে দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। সিনেমায় সিয়ামের সহশিল্পী হিসেবে প্রথমবারের মত চলচ্চিত্রে পদার্পণ করছেন ছোট পর্দার অভিনেত্রী নোভা ফিরোজ। তারুণ্য নির্ভর কলাকুশলী দ্বারা নির্মিত সিনেমাটি দর্শকদের বহু প্রত্যাশিত সামাজিক ছবির খোরাক মেটাবে। বছরের শেষ লগ্নে নতুন এই চলচ্চিত্রটির সামনের ও পেছনের কিছু কথা নিয়ে আজকের বিনোদনধর্মী ফিচার।
‘মৃধা বনাম মৃধা’র পটভূমি
চলচ্চিত্রের শিরোনামটি ইতোমধ্যে সিনেমা পাড়ায় বেশ নাম কুড়িয়েছে। ছবিতে ‘মৃধা’ নামটি মূলত বংশীয় নাম। যে পরিবারটির গল্প এখানে দেখানো হয়েছে তার সদস্যদের বংশনাম মৃধা। এই পরিবারের প্রতিটি সদস্যের ভেতর-বাহির, পারস্পরিক বোঝাপড়া, সম্পর্কের টানাপোড়েন নিয়ে দানা বাঁধতে থাকে আবহমান সামাজিক প্রেক্ষাপট। স্বভাবতই প্রতিটি দর্শক যেন নিজের জীবনের সাথে সাদৃশ্যতা খুঁজে পায় তেমনি উপাদানকে উপজীব্য করা হয়েছে চিত্রনাট্যে।
এমনি সামাজিক গল্প প্রিয় দর্শকদের জন্য ছবির পরতে পরতে অত্যন্ত সুক্ষ সংলাপ ও চিত্রনাট্যের কাজ করেছেন এ সময়ের প্রখ্যাত চিত্রনাট্যকার রায়হান খান।
আরও পড়ুন: মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন সত্যি হলো!
‘মৃধা বনাম মৃধা’ নির্মাণের নেপথ্যে
মৃধা বনাম মৃধা সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটছে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সর্বকনিষ্ঠ নির্মাতা রনি ভৌমিক-এর। ২০১৫ সাল থেকে পরিচালনার যুক্ত থাকা রনি ভৌমিক-এর মূলক্ষেত্র ছিল বিজ্ঞাপন। দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপনের এই নির্মাতা টোস্টার প্রোডাকশন নামে নিজেই একটি প্রোডাকশন হাউজ প্রতিষ্ঠা করেন ২০১৮ সালে। দেশের নামকরা প্রোডাকশন হাউজ হাফ স্টপ ডাউনে কাজ করার সৌভাগ্য হয়েছে তার।
বিজ্ঞাপনের জন্য কান লায়ন্সে নমিনেশন প্রাপ্ত রনি ভৌমিক-এর প্রথম চলচ্চিত্রের কাজ দেখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড-এর সদস্য বেশ প্রশংসা করেন। কোন সম্পাদনা ছাড়াই গত ১২ ডিসেম্বর মুক্তির জন্য ছাড়পত্রও পেয়ে যায় ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি।
রনি ভৌমিকের টোস্টার প্রোডাকশন ছাড়াও ছবিটির প্রযোজনায় আছে ওয়েব প্ল্যাটফর্ম টফি। এমনকি সিনেমার প্রধান অভিনেত্রী নোভা ফিরোজও আছেন প্রযোজক হিসেবে।
প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম টফি অরিজিনাল ওয়েব ফিল্ম হিসেবেও প্রকাশিত হবে ২১ শতকের নতুন ধারার এই সামাজিক সিনেমাটি।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর থেকে ‘চরকি’তে দেখা যাবে ‘রেহেনা মরিয়ম নূর’
করোনার কারণে লকডাউনের কঠিন সময়ের মধ্যেই ২০২১ এর ফেব্রুয়ারিতে শুরু হয় ছবিটির শ্যুটিং। সিনেমাটির জন্য নিবেদিত প্রাণ এক ঝাঁক কলাকুশলীর অক্লান্ত পরিশ্রমে সিনেমাটির শ্যুটিং-এর সার্বিক কাজ সমাধা হয় আগস্টের প্রথম সপ্তাহে।
বাংলাদেশ ছাড়াও ভারতের কলকাতা ও চেন্নাই এবং যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয় ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ। অডিও ও গ্রাফিক্সের অংশটুকু ঢাকায় করা হলেও কালার কারেকশনের কাজ করা হয় কলকাতায়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চলচ্চিত্রের আবহসংগীত পরিচালনায় ছিলেন দেশের প্রখ্যাত মিউজিক কম্পোজার ইমন সাহা। তার সাথে সাউন্ড মিক্সিং-এ অবদান রেখেছেন যুক্তরাষ্ট্রের জেরেমি হাওয়ার্ড।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিবেশিত ছবিটির শৈল্পিক পোস্টার প্রকাশিত হয় গত ১৫ ডিসেম্বর।
আরও পড়ুন: সংকটের মধ্যেও ২০২১ সালে সরগম ঢালিউড
৩ বছর আগে