মৃধা বনাম মৃধা
হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সিনেমাটির প্রিমিয়ার শো হয়ে গেল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।
রনি ভৌমিক পরিচালিত এই সিনেমার সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজসহ অনেকে।
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলিরা।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘সিনেমাটিকে সুনিপূণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছ। পরিবার নিয়ে দেখার মতো গল্প মৃধা বনাম মৃধা। একজন শিল্পী হিসেবে সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করেছি।’
অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, ‘আশা করি মৃধা বনাম মৃধা দর্শককে হলমুখী করবে। চলতি সময়ে আমাদের সিনেমার যে পরিবর্তন এসেছে তার আরও একটি উদাহরণ হতে যাচ্ছে এটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে এসে সিনেমাটি দেখার জন্য।’
আরও পড়ুন: সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুভমুক্তি
সিয়াম আহমেদ এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘পারিবারিক গল্পের চলচ্চিত্র যে এতো সুন্দর হয় তা মৃধা বনাম মৃধা দেখলেই দর্শক জানতে পারবেন।’
২৪ ডিসেম্বর সারাদেশের ৪৪ সিনেমা হলে ‘মৃধা বনাম মৃধা' মুক্তি পাবে। পরবর্তীতে এটি টফিতে প্রকাশিত হবে। টফি ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফিকে বিনোদন মাধ্যমের ওয়ান-স্টপ-প্লেস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা নিয়মিত ব্যবহারকারীদের জন্য নতুন অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসছি। আমরা টফিকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাই যা আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সবার কাছে তুলে ধরবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। শিগগিরই দেশি কন্টেন্ট নিয়ে আমরা আরও এক্সক্লুসিভ কনটেন্ট রেঞ্জ নিয়ে আসবো।’
উল্লেখ্য, ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুটিং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত (চেন্নাই ও কলকাতা) এবং যুক্তরাষ্ট্রে। আবহসংগীত করেছেন ইমন সাহা ও মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর থেকে ‘চরকি’তে দেখা যাবে ‘রেহেনা মরিয়ম নূর’
৩ বছর আগে
সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুভমুক্তি
আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার একসাথে দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। সিনেমায় সিয়ামের সহশিল্পী হিসেবে প্রথমবারের মত চলচ্চিত্রে পদার্পণ করছেন ছোট পর্দার অভিনেত্রী নোভা ফিরোজ। তারুণ্য নির্ভর কলাকুশলী দ্বারা নির্মিত সিনেমাটি দর্শকদের বহু প্রত্যাশিত সামাজিক ছবির খোরাক মেটাবে। বছরের শেষ লগ্নে নতুন এই চলচ্চিত্রটির সামনের ও পেছনের কিছু কথা নিয়ে আজকের বিনোদনধর্মী ফিচার।
‘মৃধা বনাম মৃধা’র পটভূমি
চলচ্চিত্রের শিরোনামটি ইতোমধ্যে সিনেমা পাড়ায় বেশ নাম কুড়িয়েছে। ছবিতে ‘মৃধা’ নামটি মূলত বংশীয় নাম। যে পরিবারটির গল্প এখানে দেখানো হয়েছে তার সদস্যদের বংশনাম মৃধা। এই পরিবারের প্রতিটি সদস্যের ভেতর-বাহির, পারস্পরিক বোঝাপড়া, সম্পর্কের টানাপোড়েন নিয়ে দানা বাঁধতে থাকে আবহমান সামাজিক প্রেক্ষাপট। স্বভাবতই প্রতিটি দর্শক যেন নিজের জীবনের সাথে সাদৃশ্যতা খুঁজে পায় তেমনি উপাদানকে উপজীব্য করা হয়েছে চিত্রনাট্যে।
এমনি সামাজিক গল্প প্রিয় দর্শকদের জন্য ছবির পরতে পরতে অত্যন্ত সুক্ষ সংলাপ ও চিত্রনাট্যের কাজ করেছেন এ সময়ের প্রখ্যাত চিত্রনাট্যকার রায়হান খান।
আরও পড়ুন: মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন সত্যি হলো!
‘মৃধা বনাম মৃধা’ নির্মাণের নেপথ্যে
মৃধা বনাম মৃধা সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটছে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সর্বকনিষ্ঠ নির্মাতা রনি ভৌমিক-এর। ২০১৫ সাল থেকে পরিচালনার যুক্ত থাকা রনি ভৌমিক-এর মূলক্ষেত্র ছিল বিজ্ঞাপন। দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপনের এই নির্মাতা টোস্টার প্রোডাকশন নামে নিজেই একটি প্রোডাকশন হাউজ প্রতিষ্ঠা করেন ২০১৮ সালে। দেশের নামকরা প্রোডাকশন হাউজ হাফ স্টপ ডাউনে কাজ করার সৌভাগ্য হয়েছে তার।
বিজ্ঞাপনের জন্য কান লায়ন্সে নমিনেশন প্রাপ্ত রনি ভৌমিক-এর প্রথম চলচ্চিত্রের কাজ দেখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড-এর সদস্য বেশ প্রশংসা করেন। কোন সম্পাদনা ছাড়াই গত ১২ ডিসেম্বর মুক্তির জন্য ছাড়পত্রও পেয়ে যায় ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি।
রনি ভৌমিকের টোস্টার প্রোডাকশন ছাড়াও ছবিটির প্রযোজনায় আছে ওয়েব প্ল্যাটফর্ম টফি। এমনকি সিনেমার প্রধান অভিনেত্রী নোভা ফিরোজও আছেন প্রযোজক হিসেবে।
প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম টফি অরিজিনাল ওয়েব ফিল্ম হিসেবেও প্রকাশিত হবে ২১ শতকের নতুন ধারার এই সামাজিক সিনেমাটি।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর থেকে ‘চরকি’তে দেখা যাবে ‘রেহেনা মরিয়ম নূর’
করোনার কারণে লকডাউনের কঠিন সময়ের মধ্যেই ২০২১ এর ফেব্রুয়ারিতে শুরু হয় ছবিটির শ্যুটিং। সিনেমাটির জন্য নিবেদিত প্রাণ এক ঝাঁক কলাকুশলীর অক্লান্ত পরিশ্রমে সিনেমাটির শ্যুটিং-এর সার্বিক কাজ সমাধা হয় আগস্টের প্রথম সপ্তাহে।
বাংলাদেশ ছাড়াও ভারতের কলকাতা ও চেন্নাই এবং যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয় ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ। অডিও ও গ্রাফিক্সের অংশটুকু ঢাকায় করা হলেও কালার কারেকশনের কাজ করা হয় কলকাতায়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চলচ্চিত্রের আবহসংগীত পরিচালনায় ছিলেন দেশের প্রখ্যাত মিউজিক কম্পোজার ইমন সাহা। তার সাথে সাউন্ড মিক্সিং-এ অবদান রেখেছেন যুক্তরাষ্ট্রের জেরেমি হাওয়ার্ড।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে পরিবেশিত ছবিটির শৈল্পিক পোস্টার প্রকাশিত হয় গত ১৫ ডিসেম্বর।
আরও পড়ুন: সংকটের মধ্যেও ২০২১ সালে সরগম ঢালিউড
৩ বছর আগে