১৭ প্রার্থী নির্বাচিত
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফেনীতে ১৭ প্রার্থী নির্বাচিত
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৭ প্রার্থী বিজয় হতে যাচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে চার ও সংরক্ষিত নারী সদস্য পদে পাঁচ বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন।
রবিবার মনোনয়ন প্রত্যহারের শেষ দিনে সাতজন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আটজন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: ভোট শুরুর আগেই সহিংসতায় নিহত ২
বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, বালিগাঁও ইউপিতে মোজাম্মেল হক বাহার, ফাজিলপুর ইউপিতে মজিবুল হক রিপন,শর্শদী ইউপিতে জানে আলম ভূঁঞা,ধর্মপুর ইউপিতে শাহাদাত হোসেন সাকা,কাজীরবাগ ইউপিতে কাজী বুলবুল আহমেদ সোহাগ,মোটবী ইউপিতে হারুন অর রশীদ,ফরহাদ নগর ইউপিতে মোশাররফ হোসেন টিপু,কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিম।
তাদের মাঝে কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিম ছাড়া অপর সাতজন বর্তমানে সংশ্লিষ্ট ইউপিতে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তফসিল অনুযায়ী রবিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাতজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তার মধ্যে বালিগাঁও ইউনিয়নে তিন জন, ফরহাদনগর ইউনিয়নে দুই, ফাজিলপুর ইউনিয়নে এক ও কালীদহ ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বালিগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, ফাজিলপুর ইউপির বর্তমান চেয়ারম্যান মজিবুল হক রিপন, ফরহাদনগর ইউপির বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু ও কালীদহ ইউপিতে দেলোয়ার হোসেন ডালিমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর (রবিবার) চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে মোটবী ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থী, ধর্মপুরে দুই চেয়ারম্যান প্রার্থী, শর্শদীতে এক ও ছনুয়াতে এক জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলে এসব ইউনিয়নের মধ্যে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ধর্মপুর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, শর্শদী ইউপির বর্তমান চেয়ারম্যান জানে আলম ভূঁঞা, মোটবী ইউপির বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদকে বিনাভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে কাজীরবাগ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত একক প্রার্থী থাকায় বর্তমান চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চম ধাপে ৭০৭ ইউপি নির্বাচন ৫ জানুয়ারি
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে আট জন, সাধারণ সদস্য পদে চার ও সংরক্ষিত নারী সদস্য পদে পাঁচজনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তফসিল মোতাবেক সোমবার চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে