ব্লকবাস্টার
হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সিনেমাটির প্রিমিয়ার শো হয়ে গেল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।
রনি ভৌমিক পরিচালিত এই সিনেমার সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজসহ অনেকে।
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলিরা।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘সিনেমাটিকে সুনিপূণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছ। পরিবার নিয়ে দেখার মতো গল্প মৃধা বনাম মৃধা। একজন শিল্পী হিসেবে সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করেছি।’
অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, ‘আশা করি মৃধা বনাম মৃধা দর্শককে হলমুখী করবে। চলতি সময়ে আমাদের সিনেমার যে পরিবর্তন এসেছে তার আরও একটি উদাহরণ হতে যাচ্ছে এটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে এসে সিনেমাটি দেখার জন্য।’
আরও পড়ুন: সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুভমুক্তি
সিয়াম আহমেদ এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘পারিবারিক গল্পের চলচ্চিত্র যে এতো সুন্দর হয় তা মৃধা বনাম মৃধা দেখলেই দর্শক জানতে পারবেন।’
২৪ ডিসেম্বর সারাদেশের ৪৪ সিনেমা হলে ‘মৃধা বনাম মৃধা' মুক্তি পাবে। পরবর্তীতে এটি টফিতে প্রকাশিত হবে। টফি ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফিকে বিনোদন মাধ্যমের ওয়ান-স্টপ-প্লেস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা নিয়মিত ব্যবহারকারীদের জন্য নতুন অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসছি। আমরা টফিকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাই যা আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সবার কাছে তুলে ধরবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। শিগগিরই দেশি কন্টেন্ট নিয়ে আমরা আরও এক্সক্লুসিভ কনটেন্ট রেঞ্জ নিয়ে আসবো।’
উল্লেখ্য, ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার শুটিং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত (চেন্নাই ও কলকাতা) এবং যুক্তরাষ্ট্রে। আবহসংগীত করেছেন ইমন সাহা ও মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।
আরও পড়ুন: ৩০ ডিসেম্বর থেকে ‘চরকি’তে দেখা যাবে ‘রেহেনা মরিয়ম নূর’
৩ বছর আগে