মুন্নি
বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
মহাবলী হনুমানের একনিষ্ঠ ভক্ত পবনের সাথে হঠাৎ একদিন ভারতে এসে পড়া ছয় বছর বয়সী এক বোবা পাকিস্তানি মেয়ের দেখা হয়। অতঃপর সে এই ছোট্ট মেয়েটিকে তার বাবা-মার কোলে ফিরিয়ে দিতে শুরু করে এক রোমাঞ্চকর যাত্রা। বলছি ২০১৫ সালের ভারতীয় ব্লকবাস্টার বজরঙ্গি ভাইজান-এর কথা। বলিউড মাতাতে এই ভাইজান খ্যাত সালমান খান মুন্নিকে সাথে করে আবারও আসছেন বজরঙ্গি ভাইজান-২ নিয়ে। চলুন, এর অগ্রগতির ব্যাপারে কিছু জেনে নেয়া যাক।
বজরঙ্গি ভাইজান সিক্যুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা
গত ১৯ ডিসেম্বর, ২০২১ এ মুম্বাইতে অনুষ্ঠিত এস এস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির প্রি-রিলিজ ইভেন্টে উপস্থিত হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সেখানে তিনি আরআরআর সিনেমার প্রোমোর পাশাপাশি রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ-এরও ভূয়সী প্রশংসা করেন। বিজয়েন্দ প্রসাদ বজরঙ্গি ভাইজানের চিত্রনাট্য লিখেছিলেন। সালমান খান অকপটে স্বীকার করেন যে এটি ছিল তার মুভি ক্যারিয়ারের শ্রেষ্ঠ ছবিগুলোর একটি।
এরই ধারাবাহিকতায় মুভিটির সিক্যুয়েল নিয়ে কারান জোহারের প্রশ্নে ইতিবাচক সাড়া দেন বলিউড হিরো। প্রচন্ড উচ্ছ্বাসের সাথে নিশ্চিত করেন বজরঙ্গি ভাইজানের নতুন সংস্করণের কথা।
এ সময় আরআরআর-এর পরিচালক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেগু নায়ক এনটিআর রমা রাও জুনিয়র, আলিয়া ভাট, রাম চরণ এবং কারান জোহার।
আরও পড়ুন: হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
বজরঙ্গি ভাইজান-২ এর পরিকল্পনা
বজরঙ্গি ভাইজান-এর দ্বিতীয় অধ্যায়েরও চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। একটি একক সাক্ষাৎকারে এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক জানান যে, তিনি সিকুয়ালটির জন্য একটি দারুণ গল্প তৈরি করার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি সালমান খানের সাথে আইডিয়াটা শেয়ার করেছেন। পুরো গল্প শুনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সালমান। এখন শুধু একটা ভালো নির্দেশনার অপেক্ষা।
বজরঙ্গি ভাইজান-এর পরিচালক কবির খান ইতোমধ্যে পার্ট-২ এর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ব্যবসায়ীক কারণে যে কোন মুভির সিকুয়াল তৈরিতে তার দৃষ্টিভঙ্গি আগে থেকে গণযোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে।
তার মতে, একটি গল্পের দৃশ্যায়ন তখনই করা সম্ভব যখন একজন গল্পকার স্বতঃস্ফূর্তভাবে তার গল্প নিয়ে প্রস্তুত থাকেন।
একজন গল্পকার হিসেবে একটি সিনেমা বানিয়ে শেষ করার পর তার চরিত্রগুলোর ভবিষ্যত নিয়ে স্বভাবতই ভেতর থেকে একটা তাগাদা অনুভব করেন তিনি। কিন্তু সেগুলো নিয়ে আবার প্রথম ঘটনার শেষ থেকে শুরু করাটায় তিনি নিরুৎসাহিত বোধ করেন।
পড়ুন: চরকি অরিজিনাল ‘জাগো বাহে’: ঐতিহাসিক তিন গল্পের অমনিবাস চলচ্চিত্র
২ বছর আগে