জনজীবনে দুর্ভোগ
মৃদু শৈত্যপ্রবাহ: পঞ্চগড়ে জনজীবনে দুর্ভোগ
গত কয়েকদিন থেকে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। হিমালয় কন্যা পঞ্চগড়ে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ঘনকুয়াশার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহে অসহায়, ছিন্নমূল, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ কাঁবু হয়ে পড়েছে।
বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতের মধ্যেও বিভিন্ন এলাকায় দিনমজুর, খেটে খাওয়া মানুষদের কাজ করতে হচ্ছে। কৃষক শ্রমিকরা মাঠে হাল চাষে ব্যস্ত। তবে গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্ট করছে। শিশু ও বৃদ্ধসহ অনেকেই একত্রে মিলে রোদ পোহাতে দেখা গেছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে দিনেও তাপমাত্রা কমেছে, বিপাকে দরিদ্র মানুষেরা
শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সীরা ডায়রিয়া, শ্বাসকষ্টসহ শীত ও শীতজনিত নানা রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে কোন শয্যা ফাঁকা নেই। বহির্বিভাগেও রোগীর চাপ বেড়েছে।
৩ বছর আগে