ডাকাত সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার
ফরিদপুর নগরকান্দায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়ার পাড়াদিয়া বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্য।
আরও পড়ুন: কুমিল্লায় প্রিজাইডিং অফিসারকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৭
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,উপজেলার ভবুকদিয়া গ্রামের রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি (৪৫) ও একই গ্রামের আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩১), একই এলাকার নৈমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫) ও বাচ্চু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (২৫),জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার জালাল খানের ছেলে শাহিন খান (৩২),একই এলাকার নবা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল (২২) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর পোনা গ্রামের মতি কাজীর ছেলে হেমায়েত কাজী (৪০)।
আরও পড়ুন: বেনাপোলে ৫০ স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, উপপরিদর্শক (এসআই ) ইলিয়াস হোসের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই এলাকার একটি মুদির দোকানের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় ওই আটজনকে গ্রেপ্তার করে।
এই সময় তাদের কাছে থেকে লোহার বড় হাতুরি, প্লাস্টিকের খেলনা পিস্তল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে।
৩ বছর আগে