বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন গণতন্ত্রের জন্য উদ্বেগ: মাহবুব তালুকদার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
মঙ্গলবার চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়াকে উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা ‘সম্ভবত সম্ভব নয়, এমনকি সমীচীনও নয়’।
চট্টগ্রাম সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, এমন একটা সংস্কৃতি গড়ে উঠেছে।
তিনি বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান ইউপি নির্বাচনে ৩৬০ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য পদে আরও ১ হাজার ৬০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এ সংস্কৃতির উন্নতি করতে হবে।
আরও পড়ুন: ইসি নিয়ে সংলাপ: বিএনপি এখনও আমন্ত্রণ পায়নি
মাহবুব তালুকদার বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কি না তা নিয়ে নতুন করে ভাবতে হবে।
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে জানিয়েছে তিনি বলেন, সেগুলোতে ইভিএমে ভোটগ্রহণ হবে। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এই নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে।
সভায় আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
আরও পড়ুন: ইসি নিয়ে রাষ্ট্রপতির সংলাপ: বুধবার বৈঠকে বসবে জাতীয় সমাজতান্ত্রিক দল
৩ বছর আগে