পডকাস্ট
‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা’
‘প্রতিটা মানুষের জীবনে একাত্তর এসেছে। প্রতিটা মানুষকে একাত্তরে লড়াই করে বাঁচতে হয়েছে। শুধু সশস্ত্র লড়াই নয়, এর চেয়ে বড় লড়াই। জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই। আর সেখানে বার বার আসে নারীর বিরাট ভূমিকার কথা। মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারীর ইতিহাস অস্বীকার করা মানে শুধু ইতিহাস অস্বীকার করা নয়, বাংলাদেশকেও অস্বীকার করা।’
মঙ্গলবার ইউএনবিতে সম্প্রচারিত পডকাস্টের ‘দখল দেশে: গণহত্যা ও ৭১’ সিরিজের চতুর্থ ও শেষ পর্ব ‘৭১ এ নারী ও যুদ্ধ সহিংসতা’ এর আলোচনায় এমনটাই বলেছেন ইউএনবি’র এডিটর অ্যাট লার্জ আফসান চৌধুরী।
একই সঙ্গে চার পর্বের এই আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনাও করেছেন তিনি। আফসান চৌধুরী একজন শিক্ষক, সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।
এর আগে ১৬ ডিসেম্বর সম্প্রচারিত হয়েছে এই সিরিজের প্রথম পর্ব ‘পাকিস্তান ও পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয়’ এবং ২৩ ডিসেম্বর সম্প্রচারিত হয়েছে এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘গণহত্যা ও ৭১’ এবং ২৯ ডিসেম্বর সম্প্রচারিত হয়েছে এ সিরিজের তৃতীয় পর্ব ‘দখল দেশে: গণহত্যা ও ৭১’ সিরিজের তৃতীয় পর্ব ‘নারী ও ৭১’।
মুক্তিযুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীর যে ভূমিকা, যে অবদান- তা কী সে অর্থে স্থান পেয়েছে আমাদের ইতিহাস চর্চায়? আমাদের ইতিহাসে মুক্তিযুদ্ধে নারীর বর্ণনায় সব সময়ই গতানুগতিক বর্ণনা দেয়া হয়েছে।
নারীকে জোর করে ‘যৌনদাসী’ কিংবা পরিবার ও সমাজকে রক্ষায় নারীর আত্মাহুতি সেভাবে উঠে আসেনি আমাদের ইতিহাস চর্চায়। তেমনি উঠে আসেনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতার করার কারণে নারীর ওপর নেমে আসা নির্যাতনের বর্ণনা।
গবেষক আফসান চৌধুরী বলেন, ‘আমরা ছোট-ক্ষুদ্র ইতিহাস জানি। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর ইতিহাস বাদ দিয়েছি। তাদের অস্বীকার করেছি।’
২ বছর আগে
৭১-এ নারীর ভূমিকা নিয়ে ইউএনবিতে পডকাস্ট
মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে ‘ ৭১-এ নারী ’ শিরোনামে চার পর্বের পডকাস্ট সম্প্রচারিত হচ্ছে ইউএনবিতে। বুধবার সম্প্রচারিত হয়েছে এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘১৯৭১-এ নারী যোদ্ধা’।
‘ ৭১-এ নারী’ সিরিজের প্রথম পর্ব ‘১৯৭১ সালে নারীদের ভূমিকা’ ইতোমধ্যেই সম্প্রচার হয়েছে। ইউএনবি পডকাষ্টঃ ৭১-এ নারী-১৯৭১ সালে নারীদের ভূমিকা | পর্ব-০১
চার পর্বের এই পডকাস্ট সিরিজে আলোচনা করছেন ইউএনবি’র এডিটর এট লার্জ আফসান চৌধুরী। তিনি একজন শিক্ষক, সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আফসান চৌধুরী।
৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বরের গৌরবময় দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। আর এ বছর বাংলাদেশ পালন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মিলে যাওয়ায় এবারের বিজয় দিবসের বিশেষ তাৎপর্যও ছিল।
কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদানকে তেমন গুরুত্ব দিয়ে স্বীকার করা হয় না। মুক্তিযুদ্ধে নারীর অবদানকে তুলে ধরাই হলো ‘৭১-এ নারী’ শিরোনামে চার পর্বের এই পডকাস্ট সিরিজের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: আফগানিস্তান: বিপদে শিশুরা, বিবাদে তালেবান আর অথর্ব জাতিসংঘ
নয়া তালেবান, পুরান তালেবান: তফাৎ কী?
৩ বছর আগে