বিদায়
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুইস গোলরক্ষক জমের
দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান জমের। ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলায় মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) জমেরের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছে সুইস ফুটবল ফেডারেশন।
এছাড়া ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে জমের লেখেন, ‘সচেতনভাবে ভাবনা-চিন্তা করে সুইজারল্যান্ডের জাতীয় দল থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
‘প্রতিবেশি দেশ জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোয় আমাদের আরও একবার ফাইনালসে খেলার গৌরব অর্জনের পর এখন বিদায় বলার সময় এসেছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
২০১২ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় জমেরের। এরপর দেশের হয়ে ৯৪ ম্যাচে গোলপোস্ট সামলেছেন তিনি।
সদ্য শেষ হওয়া ইউরো আসরেও সুইস গোলপোস্টের নিচে অন্তন্দ্র প্রহরীর ভূমিকায় দেখা যায় তাকে। আসরের কোয়ার্টার ফাইনালে রানার্স-আপ ইংল্যান্ডের কাছে হেরে ইউরোযাত্রা থামে সুইসদের। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হারে তারা।
এছাড়া ২০১৬ ও ২০২০ সালের ইউরো আসর এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও খেলেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব পালনকালে ২০২০ ইউরোর শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি। ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ফ্রান্সকে কাঁদিয়ে শেষ আটে জায়গা করে নেয় জমেরের সুইজারল্যান্ড।
কয়েক মৌসুম বায়ার্ন মিউনিখে মানুয়েল নয়ারের বিকল্প হিসেবে থাকার পর গত মৌসুমে ইন্টার মিলানের প্রধান গোলরক্ষক হিসেবে যোগ দেন জমের। ওই মৌসুমে ইন্টারকে সেরি-আ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এছাড়া বায়ার্নে থাকাকালে একটি এবং সুইস লিগে এফসি বাসেলের হয়ে চারটি লিগ শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
জমের অবসের যাওয়ায় সুইজারল্যান্ডের গোলপোস্টের নিচে এখন নিয়মিত দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলকে। জমের থাকায় জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।
উয়েফা নেশন্স লিগে আগামী ৫ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। এর তিন দিন পর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে মুরাত ইয়াকিনের শিষ্যরা।
২ মাস আগে
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চার উইকেটে জয় লাভ করে।
আরও পড়ুন: ‘মিথ্যা প্রতিবেদন’: একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি ব্যবস্থা
টস জিতে প্রথমে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। মারুফ মৃধার নেতৃত্বাধীন বোলিং ভারতীয় ব্যাটিংকে বিপর্যস্ত করে ফেলে। আদর্শ সিং, আরশিন কুলকার্নি ও উদয় সাহারান সহজে আউট হলে ষষ্ঠ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১৩/৩।
তবে মুশির খান (৫০) ও মুরুগান অভিষেকের (৬২) দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে ১৮৮ রানের প্রতিযোগিতামূলক স্কোরে নিয়ে যায়।
কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও, রাজ লিম্বানি (১১*) এবং নমন তিওয়ারি (৬) সমস্ত উইকেটে স্কোরকে ১৮৮- এ ঠেলে দিয়ে মূল্যবান রানের অবদান রাখেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট হারায়। রাজ লিম্বানি (২/৪৭) ও নমন তিওয়ারি (৩/৩৫) শক্তিশালী অবদান রাখলেও আরিফুল ইসলাম বাংলাদেশের পক্ষে লিঞ্চপিন হিসেবে আবির্ভূত হন। আহরার আমিনের ৪৪ রানের অবদানে ৯০ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায়।
আরও পড়ুন: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: সেমিফাইনাল নির্ধারণে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
১১ মাস আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: ভালো শুরুর পর সৌম্য ও শান্তর বিদায়
হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো শুরু পর ওপেনার সৌম্য সরকার ও নাজমুল শান্ত ফিরে গেছেন গেছেন।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।
এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
এর আগে হোবার্টের আকাশ মেঘলা থাকায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
পূর্বাভাস বলছে হোবার্টে আজ প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ
নেদারল্যান্ড একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), টিম প্রিংলে, লোগান ভ্যান বেক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
টি২০ বিশ্বকাপ: ৪ উইকেটে জয় পেল ভারত
২ বছর আগে
টোকিও অলিম্পিক থেকে রোমান সানার বিদায়
জাপানের রাজধানী ইয়ুমানোশিমা পার্ক আর্চারি মাঠে টোকিও অলিম্পিকের পঞ্চম দিনে মঙ্গলবার আর্চারির পুরুষদের রিকার্ভ সিঙ্গলস থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এম রোমান সানা।
তিনি তার প্রতিদ্বন্দ্বী কানাডার ডুয়েনাস চিস্পিনের কাছে তীব্র প্রতিযোগিতামূলক রাউন্ডের -২২তম ম্যাচে ৪-৬ সেট পয়েন্টে হেরে গেছেন।
আরও পড়ুনঃ টোকিও অলম্পিকে বাংলাদেশের ৬ অ্যাথলেট
সানা প্রথম সেটে তার প্রতিদ্বন্দ্বীকে ২৬-২৫ পয়েন্টে পরাজিত করে একটি দুর্দান্ত সূচনা করেছিলেন, দ্বিতীয় সেটে ২৫-২৮ পয়েন্টে পরাজয়ের মুখোমুখি হন , তৃতীয় সেটে ২৭-২৯ ব্যবধানে পরাজয় স্বীকার করে ৪র্থ সেটে ২৭-২৬ পয়েন্টে জয় অর্জন করেন। তবে ম্যাচ নির্ধারণী পঞ্চম রাউন্ডে ২৫-২৬ ব্যবধানে হেরে পরাজয় স্বীকার করেন তিনি।
এদিন সকালে রোমান সানা দুর্দান্তভাবে ব্রিটেনের টম হলকে ৭-৩ পয়েন্টে পরাস্ত করে ইভেন্টের ৩২তম রাউন্ডে এগিয়ে যান।
আরও পড়ুনঃ শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
এর আগে গত শনিবার, রোমানসানার সঙ্গে জুটিবদ্ধ নারী আর্চার দিয়া সিদ্দিকী অলিম্পিকের মিশ্র দল ইভেন্টের স্বর্ণপদক জয়ী দক্ষিণ কোরিয়ার জুটি আন সান এবং কিম জে দেওকের কাছে হেরেছিলেন।
উল্লেখ্য ২০১৯ সালের জুনে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয়ের পরে আর্চার রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন।
৩ বছর আগে
বঙ্গবন্ধু বিপিএল: কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে হেরে সিলেট থান্ডারের বিদায়
১২ ম্যাচের ১১টিতেই হেরে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়ে গেল সিলেট থান্ডারের। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটে হেরে বিদায় ঘণ্টা বাজে তাদের।
৪ বছর আগে