কবিতা সমগ্র
সঞ্জীব চৌধুরীর কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেব’ প্রকাশিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত সঞ্জীব চত্বরে শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলা ‘দশম সঞ্জীব উৎসব’। প্রয়াত সঙ্গীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে ২০১০ সাল থেকে এই আয়োজন করে আসছে ‘সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ’।
এবারের উৎসবে প্রকাশিত হয়েছে সঞ্জীব চৌধুরীর গান কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেব’। জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় বইটিতে সঞ্জীব চৌধুরীর প্রকাশিত সব লিরিক স্থান পেয়েছে এক মলাটে। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।
প্রতিবারের মতো এবার পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গানের আয়োজন। উৎসবে গান করেছেন শুভযাত্রা, জয় শাহরিয়ার, সাবকনশাস, বে অফ বেঙ্গল, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, সুহৃদ স্বাগত, দুর্গ, ইন্ট্রোয়েট ও ব্যান্ড বিস্কুট।
আরও পড়ুন: ২০ বিভাগে দেয়া হলো ‘টিএম রেকর্ডস-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২০’
সঞ্জীব উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এই উৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘সঞ্জীবদা নেই আজ প্রায় ১৪ বছর। তাকে ভালোবেসে এই উৎসবের আয়োজন। আজ দশ বছর পেরেয়ে যা আরও সমৃদ্ধ হয়েছে। দাদাকে ভালোবাসার মানুষগুলো এক হওয়ার একটি জায়গা পেয়েছি। আমাদের উদ্দেশ্য দাদাকে যারা কাছে পায়নি, তাদের কাছে তার গান ও দর্শন পৌঁছে দেয়া।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন শিল্পী, লেখক ও সাংবাদিক। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, আমি তোমাকেই বলে দেব, রঙ্গিলা, সমুদ্র সন্তান, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো, চাঁদের জন্য গান, স্বপ্নবাজি, গাড়ি চলে না, বায়োস্কোপ, কোন মিস্তরি নাও বানাইছে।
পড়ুন: ১৫ ব্যান্ডের জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা রক ফেস্ট ২.০’
২ বছর আগে