কাঁচপুর
সায়েদাবাদ বাস টার্মিনাল সার্ভিস কাঁচপুরে স্থানান্তর করা হবে: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্মাণ কাজ শেষ হলে আগামী ছয় মাসের মধ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে।
বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
মেয়র তাপস বলেন, আমরা বুধবার কাঁচপুরে ঢাকা মহানগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেছি। ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ কাজের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, এটা একটা দীর্ঘ অপেক্ষা। ১৯৮৪ সালের পর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এখানে সাড়ে ১২ একর জমি দিয়েছে। টার্মিনালটি সম্পন্ন হলে এখান থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি জেলায় আন্তঃজেলা বাস চলাচল করবে।
ডিএসসিসি নিজস্ব অর্থায়নে টার্মিনালটি নির্মাণ করছে এবং এটি পরিচালনার পুরো দায়িত্ব নেবে বলে জানান তাপস।
এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এ কাজে ব্যয় হবে ২৮ কোটি টাকা। আমরা আশাবাদী আগামী ছয় মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হবে।
মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বাসে প্রবেশ ও প্রস্থান এবং শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সকল পরিছন্নতাকর্মীকে বাসা বরাদ্দ দেওয়া হবে: মেয়র তাপস
জনগণ সচেতন হলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব: মেয়র তাপস
১ বছর আগে
কাঁচপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫, আহত ৪
নারায়ণগঞ্জে কাঁচপুর সেতু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-অটোরিকশাচালক আবু হানিফ (২৫), যাত্রী নূর উদ্দিন (৪৫), মামুন (৩০), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৬)।
আরও পড়ুন: কাঁচপুরে অটোরিকশা মাইক্রোবাস সংঘর্ষে নিহত
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, আরও চারজন নারায়ণগঞ্জ জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
আশ্রয়ণ প্রকল্প:-এহন আমাগের দিন ঘুরতে শুরু করছে
২ বছর আগে
অবশেষে ‘ঢাকা নগর পরিবহন’ চালু
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের জন্য দুই সিটি করপোরেশনের বাস রুট র্যাশনালাইজেশনের অংশ হিসেবে অবশেষে পরীক্ষামূলকভাবে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করেছে সরকার।
রবিবার সচিবালয় থেকে রাজধানীর ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত বাস এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাস সার্ভিসের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘ঢাকায় বসবাসরত মানুষের জন্য একটি সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।’
তিনি বলেন, ‘আমি গত ১২ দিন হাসপাতালে ছিলাম। আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি।’
আরও পড়ুন: রাজধানীতে বিজয় মিছিলে যানজট, দুঃখ প্রকাশ আওয়ামী লীগের
২ বছর আগে