ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্মাণ কাজ শেষ হলে আগামী ছয় মাসের মধ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে।
বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
মেয়র তাপস বলেন, আমরা বুধবার কাঁচপুরে ঢাকা মহানগর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেছি। ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ কাজের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, এটা একটা দীর্ঘ অপেক্ষা। ১৯৮৪ সালের পর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এখানে সাড়ে ১২ একর জমি দিয়েছে। টার্মিনালটি সম্পন্ন হলে এখান থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি জেলায় আন্তঃজেলা বাস চলাচল করবে।
ডিএসসিসি নিজস্ব অর্থায়নে টার্মিনালটি নির্মাণ করছে এবং এটি পরিচালনার পুরো দায়িত্ব নেবে বলে জানান তাপস।
এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে এ কাজে ব্যয় হবে ২৮ কোটি টাকা। আমরা আশাবাদী আগামী ছয় মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হবে।
মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বাসে প্রবেশ ও প্রস্থান এবং শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সকল পরিছন্নতাকর্মীকে বাসা বরাদ্দ দেওয়া হবে: মেয়র তাপস
জনগণ সচেতন হলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব: মেয়র তাপস