পূজা চেরি
‘পরি’র আইটেম গানে পূজা চেরি
এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নতুন ওয়েব ফিল্ম ‘পরি’র কথা প্রায় সবার জানা। থাইল্যান্ডে এই শুটিংয়ের ছবি নিয়ে জোভানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটেছিল।
এছাড়া এ নিয়ে নেহাত কম জল ঘোলা হয়নি। তবে সব কিছু পেরিয়ে কিছুদিন আগেই ওয়েবফিল্মটির খবর প্রকাশ পায়।
আরও পড়ুন: অস্কার ২০২৩: কোথায় ও কখন দেখবেন এবারের আয়োজন
এবার জানা গেল এর আইটেম গানে পার্টি লুকে দেখা যাবে পূজাকে। আর সেই চমক এরইমধ্যে প্রকাশ হয়েছে।
‘এক দুই তিন’ শিরোনামে গানটি ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারার্স পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।
‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চান দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়?
ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। এমনই গল্পে নির্মিত হয়েছে পরি।
মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন- তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু ও সিনথিয়াসহ আরও অনেকে।
ওয়েবফিল্মটির চিত্রনাট্য করেছেন রায়হান খান।
আরও পড়ুন: অস্কার ২০২৩: আয়োজনে সেরা পোশাক পরা সেলিব্রেটিরা
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েহ, অস্কারে ইতিহাস গড়লেন
১ বছর আগে
কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?: শাকিব খান
অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে বিয়ের খবর প্রকাশের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল আরেক অভিনেত্রী পূজা চেরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাকিব খান। দেশের বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউব চ্যানেলে শাকিব-পূজা সম্পর্কে অনেক খবর প্রকাশ করে। প্রথমে এ বিষয়টিকে বানোয়াট বলে দাবি করেন পূজা চেরি। এবার এ নিয়ে মুখ খুললেন শাকিব খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেছেন শাকিব খান।
পোস্টে শাকিব খান বলেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খান
পূজা চেরীকে জড়ানো হচ্ছে কেন সেটি প্রশ্ন রেখে শাকিব আরও লেখেন, ‘এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’
ঢালিউডের কিং আরও বলেন, ‘এসব ভুয়া বিষয়গুলোকে ভিত্তি করে গত কয়েক দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’
যারা নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে শাকিব খান লেখেন, ‘যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’
আরও পড়ুন: আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
২ বছর আগে
আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
অনুদানের চলচ্চিত্র ‘হৃদিতা’ মুক্তি পাবে আগামীকাল (৭ অক্টোবর)। কথাসাহিত্যিক আনিসুল হক এর সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান।
২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘সিনেমায় আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে। যে কিনা আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ‘পরান’ এর হল বাড়লো
২ বছর আগে
‘শান’ দেখতে তারার মেলা
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘শান’ সিনেমা গেট টুগেদার শো হয়ে গেল বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর যমুনা ব্লক ব্লাস্টার সিনেমাসে। যেখানে উপস্থিত ছিলেন ঢাকার শোবিজের এক ঝাঁক তারকাশিল্পী।
শোতে সিয়াম ও শান টিমকে শুভেচ্ছা জানাতে ঢালিউড সুপারস্টার আরেফিন শুভ, রিয়াজ, রোজিনা, অঞ্জনা, তারিক আনাম খানের মতো বড় বড় তারকারা উপস্থিত হোন। এছাড়া অভিনত্রী সুনেরাহ বিনতে কামাল, এবি এম সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, নির্মাতা রায়হান রাফি, সৈকত নাসির, সঞ্জয় সমাদ্দারসহ ছোট পর্দার সাফা কবির, টয়া, শাওনসহ অনেক তারকা হাজির হন।
এ সময় তারিক আনাম খান বলেন, ‘সিয়াম এখন দারুণ কিছু কাজের অংশ হয়ে যাচ্ছে। তার একটি শান। এর আগে ছিল মৃধা বনাম মৃধা। ঈদের ছবি শান দর্শক দেখছেন এটা দেখে ও শুনে দারুণ ভালো লাগা কাজ করছে। আজ আমি ছবিটি দেখলাম। দেখার পর বুঝলাম কেনো দর্শকরা ছবিটি দেখছেন। আশা করি এমন ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'
আরও পড়ুন: শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
এই আয়োজনে সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ স্ত্রীসহ উপসস্থিত হন। সিয়াম বলেন, ‘আজ আমাদের ইন্ডাষ্ট্রির সবাইকে নিয়ে শান দেখতেই টিম শানের এই আয়োজন। যারা ছবিটি দেখেতে এসেছেন তাদের সবার কাছেই আমি ও আমরা কৃতজ্ঞ। ঈদের দিন থেকেই দর্শকদের অভূতপূর্ব রেসপন্সে আমি অভিভূত। সবাই হলে এসে সিনেমাটি দেখছেন। বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর এই সংগ্রামে সবাই সামিল হয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আগামীতেও সবাই বাংলা ছবির সঙ্গেই থাকবেন।’
পরিচালক এম রাহিম বলেন, ‘ঈদে মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার প্রথম সিনেমাকে দর্শক এতো ভালোবাসা দেবেন, ভাবতে পারিনি।’
‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।
আরও পড়ুন: তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’ মুক্তি পাবে ২০ মে
চান রাতের গানে সাড়া পাচ্ছেন সাব্বির-সম্পা
২ বছর আগে
সেন্সর পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘শান’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি ‘শান’ মুক্তিতে আর কোনো বাধা নেই।
‘শান’ পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম। সেন্সরের খবর জানিয়ে পরিচালক বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার দারুণ লাগছে। সেন্সরে জমা দেযার পুর ক’দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনী, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ‘শান’-এর কাহিনী সাজিয়েছেন আজাদ খান। তিনি বলেন, ’শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ায় আনন্দ লাগছে। আশা করছি নির্ধারিত তারিখেই সিনেমা হলে মুক্তি দিতে পারবো ছবিটি।’
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমাটির মূখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুন: হবিগঞ্জে ডাকবাংলোর সামনে এবারের ইত্যাদি
সঞ্জীব চৌধুরীর কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেব’ প্রকাশিত
১৫ ব্যান্ডের জমকালো আয়োজনে শেষ হলো ‘ঢাকা রক ফেস্ট ২.০’
২ বছর আগে