সড়ক বিভাজক
মুন্সীগঞ্জে সড়ক বিভাজকে বাসের ধাক্কায় নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে শুক্রবার সকালে সড়ক বিভাজকের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বেপরোয়া গতির দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় বাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ। তবে বাসটির চালক এখনো পলাতক আছেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের পরিদর্শক মাহফুজ রিবেন জানান, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় নারীর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩
১১ মাস আগে
ফেনীতে সড়ক বিভাজকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু
ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেক বন্ধু। রবিবার (১৮ জুন) সকাল ৮টার দিকে জেলার সদর উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) এবং একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আহত বাবু (২১) একই এলাকার আবদুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন বন্ধু শনিবার সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে আসেন। রাতে তারা ফেনীতে অবস্থান করেন। রবিবার সকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ এলাকায় ফিরছিলেন।
ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এসময় তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। আহত সজীব ও বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীবেরও মৃত্যু হয়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহত বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: টেকনাফে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত ৩
রাজধানীর বসিলায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
রাজধানীতে সড়ক বিভাজক ভেঙ্গে মাইক্রোতে বাসের ধাক্কা
রাজধানীর খিলক্ষেত এলাকায় মঙ্গলবার সকালে সড়ক বিভাজক ভেঙ্গে মাইক্রোবাসে ধাক্কা দিয়েছে ‘এনা পরিবহন’ এর একটি বাস।
এ ঘটনায় মাইক্রোবাসের ক্ষতি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে ময়মনসিংহগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দেয়।
আরও পড়ুন: পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ৩
পুলিশ বাস আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
মাইক্রোবাসের মালিক অভিযোগ দেয়ার পর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
২ বছর আগে