ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং জনগোষ্ঠী
হাজংদের জীবন সংগ্রাম নিয়ে ডকুফিল্ম
ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান স্বাধীনতাযুদ্ধসহ নানা সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং জনগোষ্ঠীর ভূমিকা ইতিহাসে বিশেষ জায়গা করে আছে। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে এরা খুব দাপটের সঙ্গে বসবাস করেছে। ঐতিহাসিক 'হাজং বিদ্রোহ', 'তেভাগা আন্দোলন', 'টঙ্ক আন্দোলন' ইত্যাদির নেতৃত্বের সারিতে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে।
সংস্কৃতিজন সুজন হাজংয়ের 'হাজংদের জীবন সংগ্রাম' কবিতা অবলম্বনে নির্মাণ হলো ডকুফিল্ম 'হাজংদের জীবন সংগ্রাম'। এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।
আরও পড়ুন: লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
২ বছর আগে