সৈয়দ মাহমুদ হোসেন
২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বয়স ৬৮ বছর হয়ে যাওয়ায় তিনি বৃহস্পতিবার অবসর নিয়েছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি
সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী, ৬৭ বছর পর্যন্ত একজন বিচারপতি দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
২০১৮ সালের ২ ফেব্রুয়ারি তাকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন: প্রধান বিচারপতি নিয়োগের সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির: আইনমন্ত্রী
২ বছর আগে