শিশুর লাশ
ইট ভাটার পরিত্যক্ত ঘর থেকে শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ইট ভাটার পরিত্যক্ত ঘর থেকে তামিম (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ জুন) রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ের মাছ বাজারসংলগ্ন এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
নিহত তামিম ময়মনসিংহের হালুয়া ঘাট থানার রামনগরের তায়েব আলীর ছেলে এবং রূপগঞ্জের সাওঘাটের মৃত আলেক ভূঁইয়া বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমাদের পুলিশের টিম শিশুটির সুরতহাল শেষ করে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ঘটনায় জড়িদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
৫ মাস আগে
সিরাজগঞ্জে ধানখেত থেকে শিশুর লাশ উদ্ধার, সৎ বাবাসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে নিখোঁজ শিশু সানজিদা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সৎ বাবা ও প্রতিবেশী মামাকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার সকালে থানার ওলিদহ পশ্চিমপাড়া গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশু সানজিদা (৯) আমসড়া গ্রামের শাহিনের মেয়ে। প্রতিবেশী মামা শরিফুল ওলিদহ গ্রামের মো. নুরালের ছেলে ও সৎ বাবা হাসমত আলী একই গ্রামের আবু হানিফের ছেলে।
আরও পড়ুন: আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রথম স্বামী শাহিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন নিহত সানজিদার মা জরিনা খাতুন। তিনি ছিলেন শরিফুলের চতুর্থ স্ত্রী। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দেড় মাস আগে জরিনা বাবার বাড়ি চলে যান। শরিফুল তাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।
তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসায় যাবার পথে সানজিদাকে অপহরণের চেষ্টা করেন হাসমত ও শরিফুল। কিন্তু শিশুটি চিৎকার করলে তাকে গলা টিপে হত্যার পর কবরস্থানের জঙ্গলে লাশ ফেলে রেখে যায় তারা। এরপর ওই দিন রাতেই তারা লাশ পাশের একটি ধানখেতে পুঁতে রাখেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১০ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
এদিকে, খোঁজাখুঁজির পরও সানজিদার সন্ধান না পেয়ে ১১ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন জহুরুল ইসলাম।
ওসি জানান, জিডি হওয়ার পর অনুসন্ধান চালিয়ে তাদের দুইজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা শিশু হত্যার কথা স্বীকার করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: জাপানি ২ শিশুর বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট
১০ মাস আগে
জকিগঞ্জে ঘরের জানালায় ঝুলছিল শিশুর লাশ
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাকুটা গ্রামে শুক্রবার সকালে সাত বছরের এক মেয়ে শিশুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
ড্রামের ভেতর শিশুর লাশ, বিয়ানীবাজারে চাচিসহ আটক ২
সিলেটের বিয়ানীবাজারে চাচির ঘরে পানির ড্রামের ভেতর থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
কর্ণফুলীতে নৌকাডুবি: এক শিশুর লাশ উদ্ধার
কর্ণফুলী নদীতে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শিশুর মধ্যে এক শিশুর লাশ শুক্রবার বিকালে উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
লাশ উদ্ধারের তিন দিন পর নাটোরে শিশুর বিচ্ছিন্ন মাথা উদ্ধার
নাটোরে বাঁশঝাড়ে শিশু হাসানের গলাকাটা লাশ উদ্ধারের ৩ দিন পর তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে