ফানুস
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আতশবাজি-ফানুস নিষিদ্ধ: ডিএমপি
বড়দিন (২৫ ডিসেম্বর) ও নববর্ষ (৩১ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদার করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
এই সময়ে মিছিলে মশাল না আনার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এর আগে ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে সরকার।
আরও পড়ুন: নাশকতার পরিকল্পনা সফল হবে না: ডিএমপি
ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি
১১ মাস আগে
নববর্ষ ২০২২ কে স্বাগত জানাল বাংলাদেশ
করোনার কারণে দেয়া বিধিনিষেধ সত্ত্বেও ফানুস উড়িয়ে ও আতশবাজি জ্বালিয়ে ঘটনাবহুল ২০২১ কে বিদায় জানিয়ে নববর্ষ ২০২২ কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
নববর্ষ বরণ উপলক্ষে শনিবার প্রথম প্রহর থেকেই রাজধানী ঢাকার পুরো আকাশ ছিলো ফানুস ও আতশবাজির ঝলকানিতে আলোকিত। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সারাদেশে গণ জমায়েত হয়ে সব ধরনের উদযাপন নিষিদ্ধ করার কারণে অধিকাংশ ঢাকার বাসিন্দা তাদের অ্যাপার্টমেন্ট ও ভবনের ছাদ থেকে বা বাড়ির আশপাশের খালি জায়গা থেকে উদযাপনে মেতেছেন।
আরও পড়ুন: বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
২ বছর আগে