মাইন
মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত
মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। রবিবার ভোরে বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ইউনিয়নের সদস্য মো. আলম জানান, নিহত ওমর ফারুক (১৬) শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা শিবিরের মো. আইয়ুবের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই এলাকার মো. সাহাবুল্লাহ(৩০)।
ভোর ৫টা ২০ মিনিটে ওমর ও সাহাবুল্লাহ মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার করতে গেলে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।
আরও পড়ুন: ‘এখন যুদ্ধের সময় নয়’:এসসিও শীর্ষ সম্মেলনে পুতিনকে মোদি
এর আগে ১৬ সেপ্টেম্বর জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা শিশু নিহত এবং পাঁচজন আহত হয়।
ক্যাম্পের নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল।
একই দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি যুবক।
আহত অঙ্গনথোয়াই তঞ্চঙ্গ্যা(২২) উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি আন্তর্জাতিক আইনপ্রণেতাদের
স্থানীয়রা বলছেন,মিয়ানমারের সেনাবাহিনী ওই এলাকায় মাইনিং করেছে। যুবকরা তার গরু ফিরিয়ে আনতে গেলে তুমব্রু সীমান্তের কাছে একটি বিস্ফোরণ ঘটে।
কিছুদিন আগেও মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে এ পর্যন্ত ১২টি মর্টার শেল নিক্ষেপ করেছে। এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, ৭ শিক্ষার্থীসহ নিহত ১৩
২ বছর আগে
পিছু হটা রুশ সেনারা অসংখ্য মাইন রেখে গেছে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জনগণকে সতর্ক করে বলেছেন, রুশ বাহিনী পিছু হটার সময় রাজধানী কিয়েভের বাইরে ‘সম্পূর্ণ বিপর্যয়ের’ ফাঁদ তৈরি করে রেখে গেছে। তারা আশেপাশের পুরো অঞ্চল জুড়ে; এমনকি বাড়িঘর ও লাশের নিচেও মাইন রেখে গেছে।
শনিবার ভোরে এমন সময় জেলেনস্কি এই সতর্কবার্তা দিলেন যখন মারিউপোলে মানবিক করিডোর খুলে দেয়া হয়েছে। বেসামরিক নাগরিকরা শহর ছাড়ার চেষ্টা করছেন। যদিও রুশ সেনারা এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ তুলেছে ইউক্রেন।
জেলেনস্কি জাতির উদ্দেশ্যে তার রাতের ভিডিও ভাষণেও বলেন, তারা পুরো এলাকায় মাইন রেখে গেছে। তারা বাড়ি-ঘর, যন্ত্রপাতি, এমনকি নিহত ব্যক্তিদের লাশের নিচেও মাইন ফেলে গেছে।
তিনি বাসিন্দাদের তাদের স্বাভাবিক জীবন শুরু করার জন্য অপেক্ষা করার আহ্বান জানান। যতক্ষণ না তারা আশ্বস্ত হয় যে মাইনগুলো পরিষ্কার করা হয়েছে এবং গোলাগুলির বিপদ কেটে গেছে।
এদিকে ক্রেমলিন ইউক্রেনীয়দের রাশিয়ার মাটিতে একটি জ্বালানি ডিপোতে হেলিকপ্টার হামলা চালানোর জন্য অভিযুক্ত করে। যদিও ইউক্রেন এই হামলার দায় অস্বীকার করেছে।
আরও পড়ুন: যুদ্ধে ইউক্রেনের ৫৩ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইউনেস্কো
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিশ্চয়ই এ ধরনের ঘটনা আলোচনা অব্যাহত রাখার জন্য আরামদায়কপরিস্থিতি তৈরি করবে না।
এই সপ্তাহের শুরুতে ইউক্রেনের রাজধানী এবং উত্তরের শহর চেরনিহিভের কাছে সামরিক তৎপরতা কমিয়ে দেয়ার কথা বলে, রাশিয়া কিয়েভের আশেপাশের এলাকা থেকে তার কিছু স্থল বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে।
রাশিয়া কিয়েভ ও চেরনিহিভের চারপাশে তাদের বোমাবর্ষণ অব্যাহত রাখলেও, ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে।
ইউক্রেন ও তার মিত্ররা সতর্ক করে বলেছে, ক্রেমলিন দর কষাকষির টেবিলে যেভাবে সময়ক্ষেপণ করছে, তা মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের পুনরায় মোতায়েন ও স্থানান্তরের উদ্দেশ্যে। রাশিয়া এখন পূর্বের ডনবাস অঞ্চলে (অধিকাংশ রুশ ভাষাভাষী) একটি তীব্র আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে; যার মধ্যে মারিউপোলও রয়েছে।
রাশিয়া তার সেনাদের পুনরায় মোতায়েন করা দেখে জেলেনস্কি সামনে কঠিন যুদ্ধের বিষয়ে তার দেশের মানুষকে সতর্ক করে বলেন, আমরা আরও সক্রিয় প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে শুক্রবার ভিডিওর মাধ্যমে অনুষ্ঠিত সর্বশেষ সংলাপের বিষয়ে জেলেনস্কি কিছু বলেননি।
আরও পড়ুন: রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা: রুশ গভর্নর
চেরনোবিল ছেড়েছে রুশ সেনারা
২ বছর আগে
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে দেশটিতে কর্মরত তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহং এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে দেশটির রাজধানী বাঙ্গুই শহরে জাতিসংঘ মিশন পরিচালিত হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল ’পেলেন বাংলাদেশি ৮ শান্তিরক্ষী
এ নিয়ে চার বার এ ধরনের হামলার শিকার হলো দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণপশ্চিম অঞ্চলে একই ধরনের ঘটনায় তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হয়। ধারণা করা হচ্ছে তারাও পুঁতে রাখা মাইন বিস্ফোরণেই আহত হয়েছেন।
২ বছর আগে