মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে দেশটিতে কর্মরত তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহং এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে দেশটির রাজধানী বাঙ্গুই শহরে জাতিসংঘ মিশন পরিচালিত হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল ’পেলেন বাংলাদেশি ৮ শান্তিরক্ষী
এ নিয়ে চার বার এ ধরনের হামলার শিকার হলো দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণপশ্চিম অঞ্চলে একই ধরনের ঘটনায় তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হয়। ধারণা করা হচ্ছে তারাও পুঁতে রাখা মাইন বিস্ফোরণেই আহত হয়েছেন।