দারুস সালাম
দারুস সালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর দারুস সালাম থানার আহমদ নগর এলাকায় শনিবার সকালে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ মে) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান, পুলিশ খবর পেয়ে আহমেদ নগরের হাদ্দি পট্টি এলাকার একটি বাড়ি থেকে একজনের এবং পাশের রাস্তা থেকে অন্যজনের লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ওসি বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা জানিয়েছেন যে দুপুর ১২টার পরে বা তার আগে তাদের হত্যা করা হয়েছে।’ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কবিরাজকে ১০ টুকরো করে হত্যা, দুজনের ফাঁসির আদেশ
ওসি রকিবুল বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি, তবে লাশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার সালেক মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের জানান, নিহতদের একজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একটি মামলা দারুস সালাম থানায় এই ঘটনার আগের দিনই দায়ের করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১৮৭ দিন আগে
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর দারুস সালামের টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ মজুমদার (৪৫) কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মোহাম্মদপুরে পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ খান বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিহতের স্ত্রী মুন্নী আক্তার বলেন, ‘আমার স্বামী ব্যবসায়ী। তিনি মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে টেকনিক্যাল মোড়ে তাকে একটি ট্রাকে ধাক্কা দেয়। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢামেক হাসপাতালে পাঠানো হলে মারা যান তিনি।’
এসআই আব্দুল্লাহ খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৫৩৮ শ্রমিকের প্রাণহানি: এসআরএস
১৪৩৩ দিন আগে