ককটেল নিক্ষেপ
বগুড়ার পুলিশের উপর ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
বগুড়ার গাবতলীতে ৩৬ ঘণ্টা অবরোধের শেষ দিনে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টায় গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলাকালে শেষ দিনে এ ঘটনা ঘটে। এসময় দুইটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নরসিংদী রেলস্টেশনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, আটক ৩০
আহতরা হলেন- গাবতলী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, উপপরিদর্শক (এসআই) এনামুল হক ও উপপরিদর্শক (এসআই) জয়দেব সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরের তিনমাথা মোড়ে মিছিল চলে যাওয়ার পর বিকট শব্দে দায়িত্বরত পুলিশের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ব্যাপারে গাবতলী পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম বলেছেন, এঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। এর সঙ্গে বিএনপি জড়িত নয়।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ককটেলের আঘাতে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
আরও পড়ুন: গাজীপুরে এপিসি কারে বিস্ফোরণ, ৫ পুলিশ আহত
মাতুয়াইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪ পুলিশ আহত, আটক ৩০
১০ মাস আগে
ভোলায় আ’লীগ প্রার্থীর প্রচারণায় ককটেল নিক্ষেপ, আহত ৫
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।
শিবপুর ইউনিয়নের শান্তির হাট বাজারে শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিবের সমর্থকরা এ হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল ইসলাম।
আরও পড়ুন: যশোরে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি দোস্ত মাহামুদ, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও মইনুল হোসেন বিপ্লবসহ দলের নেতারা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে শান্তির হাট বাজার ও বেড়িবাঁধ এলাকায় গণসংযোগ করেন। এ সময় বাজার উত্তর দিক থেকে কয়েকজন লোক এসে পর পর ৭ থেকে ৮টি ককটেল নিক্ষেপ করেন। এতে সজিবসহ পাঁচ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সজিবকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এ হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
আরও পড়ুন: যশোরে বোমা হামলায় যুবলীগ নেতাসহ আহত ৩
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
২ বছর আগে