রজত জয়ন্তী
বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে পার্বত্য শান্তিচুক্তির রজত জয়ন্তী
বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির রজত জয়ন্তী তথা ২৫ বর্ষপূর্তি।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিভিন্ন জাতি-গোষ্ঠীর অংশগ্রহণের র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে চেতনা মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতি-গোষ্ঠীর বর্ণিল ডিসপ্লে সবাইকে মুগ্ধ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল সরদার ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, পার্থ ত্রিপুরা জুয়েল, শুভ মঙ্গল চাকমা, হিরনজয় ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, জেলা সিভিল সার্জন মো. ছাবের, বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির সময়, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা।
আরও পড়ুন: কুমিল্লার ১০ দর্শনীয় স্থান
২ বছর আগে
বছরব্যাপী রজত জয়ন্তী উদযাপন করবে শিরোনামহীন
বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘শিরোনামহীন’ নিঃসন্দেহে এই প্রজন্মের সবার মাঝে পরিচিত একটি নাম এবং বিখ্যাত একটি মিউজিক ব্যান্ড। সম্প্রতি আলোচিত এই রক ব্যান্ডটির ২৫ বছর পূর্ণ হচ্ছে এবং এই রজতজয়ন্তী উপলক্ষ্যে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (পূর্বে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন নামে পরিচিত), শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে আয়োজন করতে যাচ্ছে বছরব্যাপী ইভেন্ট প্ল্যান।
‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়া’, এজেন্সিটি এর আগেও সফলভাবে দুটো বিশাল কন্সার্ট এর আয়োজন করে মন জয় করে নিয়েছে অসংখ্য রক মিউজিক-প্রেমি মানুষদের। যোগাযোগ করে জানা গেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন সুদূর ইন্ডিয়ার মুম্বাই থেকে অর্কেস্ট্রা টিমকে নিয়ে আসছে শিরোনামহীনের সঙ্গে মেগা ইভেন্ট-এর দিন পারফর্ম করার জন্য। মেটালিকা, স্করপিয়ন্স এর মতো বিশ্ব কাঁপানো ব্যান্ড সিম্ফনি অর্কেস্ট্রার সাথে পারফরম্যান্স করে সত্যিকারের মিউজিক লাভারদের হৃদয় জয় করলেও বাংলাদেশে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে রক ব্যান্ড কোলাবোরেশন এটাই প্রথম। ব্যান্ডটি মুম্বাই গিয়ে ২/৩ দিনের অর্কেস্ট্রার সাথে প্র্যাক্টিস করার কথা রয়েছে,অর্কেস্ট্রা টিম নিজেও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। এছাড়াও লাইভ অর্কেস্ট্রা শো তো থাকছেই মেইন মেগা ইভেন্টে।
‘২৫ ইয়ার্স অফ শিরোনামহীন’ শিরোনামহীনের ফ্যানদের জন্যই শুধু নয়, বাংলাদেশের সকল রক মিউজিকপ্রেমি দর্শকদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে নিঃসন্দেহে।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
২ বছর আগে