রক
বছরব্যাপী রজত জয়ন্তী উদযাপন করবে শিরোনামহীন
বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘শিরোনামহীন’ নিঃসন্দেহে এই প্রজন্মের সবার মাঝে পরিচিত একটি নাম এবং বিখ্যাত একটি মিউজিক ব্যান্ড। সম্প্রতি আলোচিত এই রক ব্যান্ডটির ২৫ বছর পূর্ণ হচ্ছে এবং এই রজতজয়ন্তী উপলক্ষ্যে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি ‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল’ (পূর্বে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন নামে পরিচিত), শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়ে আয়োজন করতে যাচ্ছে বছরব্যাপী ইভেন্ট প্ল্যান।
‘ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়া’, এজেন্সিটি এর আগেও সফলভাবে দুটো বিশাল কন্সার্ট এর আয়োজন করে মন জয় করে নিয়েছে অসংখ্য রক মিউজিক-প্রেমি মানুষদের। যোগাযোগ করে জানা গেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন সুদূর ইন্ডিয়ার মুম্বাই থেকে অর্কেস্ট্রা টিমকে নিয়ে আসছে শিরোনামহীনের সঙ্গে মেগা ইভেন্ট-এর দিন পারফর্ম করার জন্য। মেটালিকা, স্করপিয়ন্স এর মতো বিশ্ব কাঁপানো ব্যান্ড সিম্ফনি অর্কেস্ট্রার সাথে পারফরম্যান্স করে সত্যিকারের মিউজিক লাভারদের হৃদয় জয় করলেও বাংলাদেশে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে রক ব্যান্ড কোলাবোরেশন এটাই প্রথম। ব্যান্ডটি মুম্বাই গিয়ে ২/৩ দিনের অর্কেস্ট্রার সাথে প্র্যাক্টিস করার কথা রয়েছে,অর্কেস্ট্রা টিম নিজেও ঢাকায় আসবে শিরোনামহীনের সাথে প্রাকটিসের জন্য। এছাড়াও লাইভ অর্কেস্ট্রা শো তো থাকছেই মেইন মেগা ইভেন্টে।
‘২৫ ইয়ার্স অফ শিরোনামহীন’ শিরোনামহীনের ফ্যানদের জন্যই শুধু নয়, বাংলাদেশের সকল রক মিউজিকপ্রেমি দর্শকদের জন্য বছরের সবচেয়ে বড় মিউজিক ইভেন্ট হতে যাচ্ছে নিঃসন্দেহে।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
৩ বছর আগে