ভারতীয় যুবক
ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় যুবক আটক, মোটরসাইকেল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ওই যুবকের নাম আবু সায়েদ (১৮)। সে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক আটক
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় যুবকটি মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে বিজিবি সোনাহাট ক্যাম্পে অবহিত করে।
অপরদিকে স্থলবন্দরের ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদেরকেও বিষয়টি অবহিত করে। পরে স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই যুবককে আটক করে বিজিবি সোনাহাট ক্যাম্পে সোপর্দ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ওই যুবক বিজিবি সোনাহাট ক্যাম্পের হেফাজতে আছে বলে জানা গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এসপিপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় যুবক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘ফেসবুকে অসম্মানজনক স্ট্যাটাস’, যুবক আটক
রাজশাহীতে শিশু ধর্ষণ, যুবক আটক
২ বছর আগে
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় যুবক গ্রেপ্তার, দেশীয় অস্ত্র জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা গংগাহাট আজোয়াটারি এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার আনারুল শেখ (২১) ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি আহত
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, রাতে আনারুল অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনক ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে ধরতে গেলে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায়সহ কয়েকজনকে আঘাত করে। আহত হরেকৃষ্ণ চন্দ্র রায়কে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় বিজিবি বাদী হয়ে ওই ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ীয়া থানায় মামলা করে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, রাতে ওই এলাকার স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।পরে মঙ্গলবার সকালে বিজিবি বাদী হয়ে ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে ৩২৪ ধারায় একটি মামলা দায়ের করলে আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।
২ বছর আগে