মাউন্ট মঙ্গানুই টেস্ট
নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতার অর্ধেক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে টাইগারদের। রবিবার থেকে কিউদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে প্রস্তুত বাংলাদেশ।
এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে জয় পায় বাংলাদেশ। এর মাধ্যমে কিউদের মাটিতে ক্রিকেটের সব সংস্করণে ৩২ ম্যাচ খেলেও জয় না পাওয়ার আক্ষেপের অবসান হয় টাইগারদের।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো এ টেস্ট জয়ে বিদেশের মাটিতে সেরা পাঁচ দলের বিরুদ্ধে জয় না পাওয়ার খরাও দূর হয়।
ক্রিকেট বোদ্ধারা বলছেন, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ঘটনাগুলোর একটি। তবে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ধারণার সঙ্গে একমত নন। তিনি বলছেন ‘অন্যতম সেরা নয়’ এটি বাংলাদেশের ক্রিকেটে সংস্করণ নির্বিশেষে ‘সর্বকালের সেরা জয়’।
আরও পড়ুন: সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও মাশরাফির সুরে কথা বলেছেন। তিনি বলেন, যারা ভাবত জ্যৈষ্ঠ খেলোয়াড় ছাড়া বাংলাদেশ কিছু করতে পারে না এ জয় তাদের ভুল প্রমাণিত করেছে। সাকিব এ সিরিজে তার নিজের ও তামিম ইকবালের না থাকার প্রতি ইঙ্গিত করেছেন।
সম্প্রতি গণমাধ্যমে সাকিব বলেন, ‘বাংলাদেশি গণমাধ্যম সবসময় যেটা মনে করে, আমরা চার-পাঁচ জন ছাড়া খেলোয়াড় নেই। সেটা ভুল প্রমাণিত হলো। তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেয়া হলে তারাও বড় কিছু করতে সক্ষম।’
২ বছর আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে কিউদের ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার ধারাও ভাঙলো।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
এছাড়া এ জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জয় পেল টাইগাররা। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এটাই মুমিনুল হকদের প্রথম জয়।
২ বছর আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জয় পেল টাইগাররা। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এটাই মুমিনুল হকদের প্রথম জয়।
মাউন্ট মঙ্গানুই টেস্টে ৫ উইকেটে ১৪৭ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করে কিউরা। বুধবার পঞ্চম ও শেষ দিনে স্বাগতিক নিউজিল্যান্ড বাকি ৫ উইকেট হারিয়ে ১০ ওভার ৪ বলে তুলে মাত্র ২২ রান। এতে তাদের ১৬৯ রানে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। আর এতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন হয় মাত্র ৪০ রান।
এ ইনিংসে বাংলাদেশকে এগিয়ে রাখার কাজটা করেছেন বোলার ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। ইবাদত নিয়েছেন ছয়টি ও তাসকিন নিয়েছেন তিনটি উইকেট।
আরও পড়ুন: এবাদত তোপে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে জয়ের দিকে পাড়ি দিতে থাকেন অধিনায়ক মুমিনুল হক। ১৭ রান করে নাজমুল আউট হলেও মুশফিককে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুমিনুল।
২ বছর আগে