নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতার অর্ধেক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে টাইগারদের। রবিবার থেকে কিউদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে প্রস্তুত বাংলাদেশ।
এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে জয় পায় বাংলাদেশ। এর মাধ্যমে কিউদের মাটিতে ক্রিকেটের সব সংস্করণে ৩২ ম্যাচ খেলেও জয় না পাওয়ার আক্ষেপের অবসান হয় টাইগারদের।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো এ টেস্ট জয়ে বিদেশের মাটিতে সেরা পাঁচ দলের বিরুদ্ধে জয় না পাওয়ার খরাও দূর হয়।
ক্রিকেট বোদ্ধারা বলছেন, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ঘটনাগুলোর একটি। তবে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ধারণার সঙ্গে একমত নন। তিনি বলছেন ‘অন্যতম সেরা নয়’ এটি বাংলাদেশের ক্রিকেটে সংস্করণ নির্বিশেষে ‘সর্বকালের সেরা জয়’।
আরও পড়ুন: সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও মাশরাফির সুরে কথা বলেছেন। তিনি বলেন, যারা ভাবত জ্যৈষ্ঠ খেলোয়াড় ছাড়া বাংলাদেশ কিছু করতে পারে না এ জয় তাদের ভুল প্রমাণিত করেছে। সাকিব এ সিরিজে তার নিজের ও তামিম ইকবালের না থাকার প্রতি ইঙ্গিত করেছেন।
সম্প্রতি গণমাধ্যমে সাকিব বলেন, ‘বাংলাদেশি গণমাধ্যম সবসময় যেটা মনে করে, আমরা চার-পাঁচ জন ছাড়া খেলোয়াড় নেই। সেটা ভুল প্রমাণিত হলো। তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেয়া হলে তারাও বড় কিছু করতে সক্ষম।’