মিশা সওদাগর
ওটিটির পর্দায় প্রথমবারের মতো মিশা সওদাগর
বড় পর্দায় ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন মিশা সওদাগর। এখনও নিয়মিত ব্যস্ত এই অভিনেতা। এবার তার অভিষেক হতে যাচ্ছে ওটিটির পর্দায় বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) তানিম পারভেজ পরিচালিত চরকি লিমিটেড সিরিজ ‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজটি মুক্তি পাবে চরকিতে।
একজন দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী তার স্ত্রী ও বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন। তাই তিনি বান্ধবীকে উপহার দেন একটি ফ্ল্যাট। একদিন হঠাৎ বান্ধবীর জন্য কেনা অ্যাপার্টমেন্টের লিফটে আটকা পড়েন সেই প্রকৌশলী। এই দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীর চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।
আরও পড়ুন: ‘গ্যাংস্টা'স প্যারাডাইস’ র্যাপার কুলিও মারা গেছেন
প্রথমবার ওটিটির জন্য কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানিয়ে মিশা সওদাগর বলেন, ‘নতুন জায়গায় গেলে বা নতুন কারো সঙ্গে পরিচয় হলে সেটার অভিজ্ঞতা ভিন্ন রকম থাকে। চরকির ক্ষেত্রেও আমার তেমনটা মনে হয়েছে। আর চরকি তো এরই মধ্যে তার কর্মফল দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। কাজটা করার আগে থেকেই ফোকাস ছিলাম যে ভালো একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করতে যাচ্ছি। আমি যতটুকু পেরেছি আমার সিরিয়াসনেসকে কাজে লাগানোর চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘গল্পটা দারুণ একটা হিউম্যান সাইকোলজির উপর। আর চরিত্রটা ছিল খুব বাস্তবসম্মত, দেখে মনে হবে খুব কাছের বা আপনার আশেপাশের একটা চরিত্র। আরোপিত কোনো চরিত্র না। আর এই গল্পটার মধ্যে অনেক বার্তা আছে যেটা দর্শক দেখলে বুঝতে পারবে।’
শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘এখন তো শ্যুট শেষ একটা জিনিস শেয়ার করতেই পারি। আমি ক্লাস্টোফোবিয়ার রোগী। লিফট, বেজমেন্টে, হাইট, অন্ধকারে গেলে আমার হাত-পা কাঁপতে থাকে। যখন আমি শুনলাম যে লিফটের মধ্যের গল্প তখন থেকেই চিন্তায় ছিলাম। পরে তো ভালো মতোই কাজটা শেষ করলাম।’
‘যদি আমি বেঁচে ফিরি’-তে বলা যায় অনেক প্রথমের সমন্বয়, কেননা মিশা সওদাগর বাদেও বিজরী বরকতউল্লাহ, দিলরুবা হোসেন দোয়েল ও পরিচালক তানিম পারভেজসহ সকলের চরকিতে এটা প্রথম কাজ।
আরও পড়ুন: ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর
ইডি’র মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জ্যাকুলিন ফার্নান্দেজ
২ বছর আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। শিল্পী সমিতির বর্তমান কমিটি সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে আরও থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
সোহানুর রহমান সোহান থাকবেন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী নিপুণ। গত বছর নতুন এই প্যানেল ঘোষণার পর থেকে বেশ আলোচনায় রয়েছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের জন্য সবসময় কিছু করতে চাই। যখন আমার কাছে নির্বাচনের প্রস্তাব এলো, তাদের চিন্তা আমার পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করি সবাই এক হয়ে কাজ করলে ভালো কিছু করা সম্ভব।’
এবারও সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। তার প্যানেলে সাধারণ সম্পাদক জায়েদ খান।
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মনোজ প্রামাণিকের ‘একজন তেলাপোকা’
মিশা সওদাগর বলেন, ‘৭ জানুয়ারি তফসিল ঘোষণা হবে। এরপরই নির্বাচন বিষয়ে বিস্তারিত জানাব। সবার অংশগ্রহণে আমরা সুন্দর একটি নির্বাচন করতে পারব সেই আশা রাখি।’
বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিকী মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয় উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।
২ বছর আগে