বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। শিল্পী সমিতির বর্তমান কমিটি সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে আরও থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
সোহানুর রহমান সোহান থাকবেন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী নিপুণ। গত বছর নতুন এই প্যানেল ঘোষণার পর থেকে বেশ আলোচনায় রয়েছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের জন্য সবসময় কিছু করতে চাই। যখন আমার কাছে নির্বাচনের প্রস্তাব এলো, তাদের চিন্তা আমার পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করি সবাই এক হয়ে কাজ করলে ভালো কিছু করা সম্ভব।’
এবারও সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। তার প্যানেলে সাধারণ সম্পাদক জায়েদ খান।
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মনোজ প্রামাণিকের ‘একজন তেলাপোকা’
মিশা সওদাগর বলেন, ‘৭ জানুয়ারি তফসিল ঘোষণা হবে। এরপরই নির্বাচন বিষয়ে বিস্তারিত জানাব। সবার অংশগ্রহণে আমরা সুন্দর একটি নির্বাচন করতে পারব সেই আশা রাখি।’
বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিকী মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয় উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।