শিল্পী সমিতি
শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
সোমবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এ আদেশের ফলে শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণের রিট
আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আর নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এর আগে, গত ২০ মে হাইকোর্ট শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
অভিযোগটি ঢাকার সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধে রবিবার(২৬ মে) আপিল বিভাগে আবেদন করেন ডিপজল। আজ সেই আবেদনের উপর শুনানি হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। নির্বাচনের ভোট গ্রহণ শেষে ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। এই নায়িকা পান ২০৯ ভোট।
গত ১৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল এবং নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়।
আরও পড়ুন: শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
৫ মাস আগে
শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্পী সমিতির সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুন আক্তারের রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার(২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, দোকানপাট-আদালত
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার হারুনর রশিদ, পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে মনোয়ার হোসেন ডিপজলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত করেছেন হাইকোর্ট। এরফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না। একইসঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্বাচনের অনিয়মের বিষয়ে তদেন্তর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অনিয়মের অভিযোগে শিল্প সমিতির অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৫ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করেন তিনি। রিটের পক্ষের আইনজীবী হলেন, পলাশ চন্দ্র রায়।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
নির্বাচনের ভোট গ্রহণ শেষে ডিপজল পান ২২৫ ভোট। ১৬ ভোট কম ২০৯ ভোট পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ।
আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত
অফিস আদালত খুললেও ঢাকা এখনো ছুটির মেজাজে
৫ মাস আগে
জায়েদের পক্ষে বললেন মৌসুমী
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্বের মূলে থাকা চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গতকাল (১২ জুন) শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন।জায়েদ খানকে চড় দেয়ার কারণ হিসেবে ওমর সানি অভিযোগ করেছেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে গত চার মাস বিরক্ত করছেন জায়েদ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী।
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানিমৌসুমী বলেন, ‘জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মানসিকতা আমি দেখিনি।সে কখনই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমি আসলে জানি না কেন হচ্ছে।’মৌসুমী আরও বলেন, ‘এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। এখানে জায়েদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না।’ওমর সানিকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, এই ছোট করার মধ্যে আমাদের শ্রদ্ধেয় ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটি আমার সঙ্গেই সমাধান করার দরকার ছিল।সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না জানাটা খুব বেশি জরুরি ছিল।’
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে
জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ শেষে এবার জিডি করবেন বলে জানিয়েছেন ওমর সানি।জানা যায় অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন চিত্রনায়ক ওমর সানি। তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য এমনটা ঘটে। তবে গণমাধ্যমে বিষয়টি অস্বীকার করেছন ডিপজল ও জায়েদ খান। কিন্তু এ নিয়ে চুপ বসে নেই ওমর সানি।ডিপজল ও জায়েদ ঘটনা অস্বীকার করলেও ওমর সানি নিজেই গণমাধ্যমে জানিয়েছেন ঘটনাটি সত্য। এমনকি তিনি জায়েদের বিরুদ্ধে থানায় জিডি করবেন বলে জানান। তবে এর আগে শিল্পী সমিতিতে আজ হাজির হন ওমর সানি। সেখানে জায়েদ খানের নামে লিখিত অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানেরওমর সানি গণমাধ্যমে বলেন, ‘এই ইন্ডাস্ট্রি আমার দীর্ঘদিনের পরিবার। যেকোনো সংকটে বড়রা সবসময় আমার পাশে ছিলেন। আজও আমি তাদের প্রতি আস্থা রেখেই শিল্পী সমিতির দ্বারস্থ হয়েছি। পরবর্তীতে সবাইকে নিয়ে আমি অন্যান্য পদক্ষেপ নেব।’শিল্পী সমিতিতে অভিযোগের পরে ওমর সানি আরও জানান, ইন্ডাস্ট্রির সিনিয়রদের পরামর্শ নিয়ে তিনি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করবেন। ওমর সানি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’ওমর সানি জায়েদ খান প্রসঙ্গে আরও বলেন, ‘জায়েদ খানের বেয়াদবি অনেকদিন ধরেই বেড়ে যাছিল। এরপর আবার মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করেছে। এসব কারণে তাকে চড় মেরেছি। এরপর আমাকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়। ইন্ডাস্ট্রিতে জায়েদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমিই প্রতিবাদ শুরু করলাম।’
আরও পড়ুন: প্রচারণার জন্য টক শো সাজিয়ে মারামারি
২ বছর আগে
শিল্পীদের স্বার্থে যা কিছু ভালো তা নিয়েই আমরা এগোচ্ছি: সাইমন সাদিক
ঢাকাই সিনেমার বিভিন্ন সংকটের মধ্যেও যে কজন চিত্রনায়ক হাল ধরেছেন, তাদের একজন সাইমন সাদিক। সারাবছর একাধিক সিনেমার শুটিং নিয়ে যেমন চলে তার ব্যস্ততা, তেমনি শিল্পী সমিতির হয়ে বিভিন্ন কার্যক্রমে তার প্রয়াস প্রশংসনীয়। সংগঠনটির এবারের নির্বাচনে ‘সহ-সাধারণ সম্পাদক’ পদে জয় সেটি আবারও প্রমাণ করে।
শিল্পী সমিতি নিয়ে সাইমন সাদিক বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিপুণ আপু পালন করছেন। শিল্পীদের স্বার্থে যা কিছু ভালো হয় সেগুলো নিয়েই আমরা এগোচ্ছি। এই সংগঠনের সঙ্গে জড়ানোর অন্যতম কারণ সবার যেন পাশে থাকতে পারি, এক হয়ে শিল্পীদের জন্য কিছু করতে পারি। সেই চেষ্টা সবসময় ছিল, এখনও আছে।’
শিল্পী সমিতির নানা জটিলতা শেষে আবারও শুটিং নিয়ে ব্যস্ত সাইমন। সম্প্রতি শেষ করলেন ‘মায়া’র কাজ।এতে তার বিপরীতে রয়েছে শবনম বুবলি।
আরও পড়ুন: আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
‘মায়া’ প্রসঙ্গে সাইমন ইউএনবিকে বলেন, ‘আসলে কাজটির প্রস্তাব যখন পাই, তখন আগ্রহ তৈরি হয়েছিল বলেই কাজটি করা। তাই গল্পের পছন্দের বিষয়টি তো রয়েছেই। এছাড়া মাল্টি কাস্টিং-এর একটি সিনেমা। যেটি সবসময় বাজেটের কারণে নির্মাণ হয় না। সেই জায়গা থেকে নতুন একটি চ্যালেঞ্জ। পর্দায় এখন দর্শক গল্পের ভিন্নতা দেখতে বেশি আগ্রহী, সেই জায়গা থেকে নিরাশ হবেন না আশা করি।’
সাইমনের পরবর্তী ব্যস্ততা ‘হাহাকার’ সিনেমার শুটিং নিয়ে।সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘মানিক ভাইয়ের সিনেমা আমার ক্যারিয়ারের অন্যতম অংশ। যার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এছাড়া সে আমাকে বোঝেন। এতে কাজটাও সহজ হয়ে যায়।’
একদিকে সাইমনের হাতে যেমন রয়েছে অনেক সিনেমার কাজ। অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকার সিনেমার সংখ্যাও কম নয়। সেগুলো হলো ‘আনন্দ অশ্রু’, ‘নদীর বুকে চাঁদ’,‘নরসুন্দরী’, ‘গ্যাংস্টার’, ‘বাহাদুরী’, ‘দ্বায়মুক্তি’ ও ‘লাইভ’।
আরও পড়ুন: ওয়েব দুনিয়ায় আফসানা মিমির অভিষেক
২ বছর আগে
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়মন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি জলিতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন সায়মন সাদিক।
এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দীর্ঘ নাটকীয় ঘটনার পর জায়েদ খান সম্প্রতি শপথ গ্রহণ করেন। কিন্তু জায়েদ খানকে বৈধতা দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্যেও দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আপাতত সাধারণ সম্পাদক পদে কেউ বসতে পারবেন না বলে জানা যায়। বিষয়টি নিয়ে (৭ মার্চ) এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে রাজ-পরীর ‘গুণিন’
তিনি জানান, সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার কারণে এর কার্যক্রম চালাবেন সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদিক।
নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একটি পদের জন্য আমাদের সকল কাজ তো বন্ধ থাকতে পারে না। দলের একজন না থাকলে কার্যক্রম বন্ধ থাকবে না। আপাতত এই পদের কাজগুলো সহ-সম্পাদক সায়মন সাদিক করবেন। সংবিধান অনুযায়ী সায়মনকে দায়িত্ব দেয়া হয়েছে।’
সভাপতির এই ঘোষণার সঙ্গে একমত সংগঠনের অন্যান্যরাও।
সায়মন সাদিক বলেন, ‘অনেক বড় একটি দায়িত্ব এটি। তবে এখনও দায়িত্ব পাইনি। সময় হলেই এ নিয়ে কথা বলব।’
পড়ুন: ৪০০ বছর আগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাজল রেখা’
২ বছর আগে
শপথ নিলো শিল্পী সমিতির নতুন কমিটি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতিরি নবনির্বাচিতরা রবিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে শপথ পাঠ করলেন। সেখানে এবারের সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ গ্রহণ করালেন সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর ইলিয়াস কাঞ্চন সংগঠনের অন্যান্যদের শপথ গ্রহণ করান।এদিন এফডিসিতে শপথ নেয়া অন্যান্যরা হলেন- সাধারণ সম্পাদক নিপুণ, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন, কার্যকরী পরিষদের অমিত হাসান, ফেরদৌস, কেয়া প্রমুখ।
এছাড়া শপথ গ্রহণ আয়োজনে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ প্রমুখ।
আরও পড়ুন: পদ হারালেন জায়েদ খান, সাধারণ সম্পাদক নিপুণ
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে জায়েদ খানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠায় তার পদ বাতিল করে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নিপুণ।অন্যদিকে আপিল বোর্ডের সিদ্ধান্তে নারাজ জায়েদ খান। তিনি আপিল বিভাগকে অবৈধ দাবি করেন। এমনকি আইনী ব্যবস্থা নেবেন বলেও জানান।
তবে শপথ অনুষ্ঠানে মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে আনন্দিত করেছে। অনুষ্ঠানে তিনি জানান, তিনি সবসময় নতুন কমিটির সঙ্গে আছেন।
আরও পড়ুন: এফডিসিতে এমডির কুশপুত্তলিকা দাহ করল চলচ্চিত্রের ১৭ সংগঠন
চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
২ বছর আগে
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন নিয়ে এখন এফডিসিতে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ইলিয়াস কাঞ্চন—নিপুণ ও মিশা—জায়েদ প্যানেল। এবার দুই প্যানেলে যোগ দিয়েছেন অনেক নতুন তারকা। যাদের উপস্থিতিতে এবারের আসন্ন নির্বাচন নিয়ে সবার মধ্যে আরও জমে উঠেছে।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ। এই প্যানেলের সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান।
কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থীরা হলেন-অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল অভিনেতা গাঙ্গুয়া ও সীমান্ত।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
অন্যদিকে মিশা সওদাগর আবারও সভাপতি পদে নির্বাচন করবেন। জায়েদ খান বিগত বারের মতো রয়েছে সাধারণ সম্পাদক পদে। প্যানেলের সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ—সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন ফরহাদ।
কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।
উল্লেখ্য, এফডিসি প্রাঙ্গণে আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিকে কর্মমুখর করে গড়ে তুলতে চাই: ইলিয়াস কাঞ্চন
২ বছর আগে
অসুস্থ হয়ে আইসিইউতে কাজী হায়াৎ
আবারও অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। গতকাল মাঝরাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করে বলেন, ‘শ্রদ্ধেয় কাজী হায়াৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
অন্যদিকে কাজী হায়াতের শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন চিত্র পরিচালক বিপ্লব শরীফ। তিনি লেখেন, ‘দোয়া কামনা করছি। চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক। প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আমীন।’
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
মুক্তি পাচ্ছে মনোজ প্রামাণিকের ‘একজন তেলাপোকা’
কাজী হায়াতের ছেলে কাজী মারুফ ফেসবুক পোস্টে লেখেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারেন।’
উল্লেখ্য, গত বছর ৯ ডিসেম্বর কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
২ বছর আগে