বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা
অর্থপাচার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বগুড়ার তুফান
অর্থপাচার মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার এ রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ।
তবে জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
তিনি বলেন, হাইকোর্টে বিভিন্ন মামলায় তুফান দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন বিবেচনা করে জামিন দেয়া হয়েছে। এই বিরুদ্ধে আপিল করা হবে। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল।
গত বছরের ২৯ অক্টোবর বগুড়া থানায় অর্থ পাচারের অভিযোগে এ মামলা করেন সিআইডির উপ-পরিদর্শক মো. সফিউল আলম। মামলায় অবৈধ মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবসার মাধ্যমে মোট ৩৩ লাখ ৩৪ হাজার টাকা স্থানান্তর ও রুপান্তর করার অভিযোগ আনা হয়।
২০১৭ সালের জুলাইয়ে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তুফানের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই ঘটনায় চুপ করিয়ে দেয়ার চেষ্টায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার মাকে তুলে নিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন ও পরে তাদের মাথার চুল কেটে দেয়া হয় বলে প্রতিবেদনে উঠে আসে।
আরও পড়ুন: দুদকের মামলায় হাইকোর্টে বগুড়ার তুফান সরকারের জামিন
বগুড়ার সেই তুফান সরকারের জামিন আপিল বিভাগেও খারিজ
২ বছর আগে