এস জয়শঙ্কর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত: এস জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ২০২১ সাল ছিল ভারত-বাংলাদেশের মধ্যে গভীর সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ২০২১ ছিল আমাদের দুই দেশের মধ্যে গভীর সংহতি এবং বন্ধুত্বের বহিঃপ্রকাশের নিদর্শন। ২০২২ সালে আমাদের এই সম্পর্কের ভিত্তিকে আরও জোরদার করে তুলতে হবে।
এসময় এস জয়শঙ্কর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি শিগগিরই ভারতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোক
মস্কোতে ‘মৈত্রী দিবস’ উদযাপন করল বাংলাদেশ-ভারত
বাংলাদেশের ৫১তম বিজয় দিবসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
২ বছর আগে