ক্রাইস্টচার্চ
ত্রিদেশীয় সিরিজ: দুর্দান্ত দলীয় প্রচেষ্টায় নিজেদের ঘরে ট্রফি তুলল পাকিস্তান
শুরু থেকেই তারা ত্রিদেশীয় সিরিজ জয়ের ফেভারিট দল। দাবার শেষ চালে ঠিকই দলটি গুরুত্বপূর্ণ চালে নিজেদের ঘরে ট্রফি তুলেছে। বুঝতেই পারছেন বলা হচ্ছে পাকিস্তানের কথা।
ক্রাইস্টচার্চে শুক্রবার তিন বল হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে জয়ী হয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফির স্বাদ গ্রহণ করল পাকিস্তান। এই সিরিজে পাকিস্তান মাত্র একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে। কিন্তু সে হারই ফাইনালে শেষ পর্যন্ত নিজেদের স্নায়ু শক্ত রাখতে ভূমিকা রাখে।
সিরিজ জিততে পাকিস্তানকে তাড়া করতে হয়েছে ১৬৪ রানের লক্ষ্য। ওপেনিং জুটিতে তাদের ঝুলিতে আসে ২৯ রান। ধীরগতির এই রান সংগ্রহে কিছুটা নিরাশার পথ দেখালেও নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে দৃঢ় অবস্থানেই ছিল পাকিস্তানের ব্যাটাররা।
বাবর আজম ১৪ বলে ১৫ রান করে প্রথম উইকেটের শিকার হন। অন্যদিকে ওপেনিং জুটির মোহাম্মদ রিজওয়ান ৩৪ রান করে মাঠ ছাড়েন। উভয়ই ফাইনালের আগের দিন বাংলাদেশের বিপক্ষে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে হাফ সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: ৮ উইকেটের বড় হার বাংলাদেশের
প্রয়োজনের সময় হায়দার আলীর ১৫ বলে ৩১ রান দলকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। চতুর্থ উইকেটে নওয়াজ ও হায়দার মাত্র ২৬ বলে ৫৬ রান করে ম্যাচটিকে অনেকটাই পাকিস্তানের অনুকূলে নিয়ে আসে।
ষষ্ঠ উইকেটে নওয়াজ ও ইফতিখার আহমেদ ২০ বলে ৩৬ রান করে ম্যাচের ইতি টানেন। শেষ ওভারের তৃতীয় বলে ব্লেয়ার টিকনারের ছোড়া বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে জয়সূচক ছয় হাঁকেন ইফতিখার। তিনি ১৪ বলে ২৫ রান করেন।
পাকিস্তানি ব্যাটারদের কেউই ৪০ রান করতে পারেনি। তবে বড় লক্ষ্য তাড়া করার দলীয় প্রচেষ্টা দেখেছে ক্রাইস্টচার্চ।
পুরো সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানো নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ফাইনালে দুটি উইকেট পান। তবে পরাজয় এড়াতে তার চেষ্টা যথেষ্ট হয়নি।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এর আগে, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৮ বলে ৫৯ রান নিউজিল্যান্ড সাত উইকেটে ১৬৩ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে।
প্রথম ওভারের শেষ বলে ওপেনার ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। নাসিম শাহের শিকার হওয়ার আগে তিনি তিনটি চার মেরে ছয় বলে ১২ রান করেন। অন্য ওপেনার ডেভন কনওয়েও ফাইনালে বড় রান করতে পারেননি।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাসিম ও হারিস রউফ।
অস্ট্রেলিয়ায় চলতি মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের আগে এই জয় নিশ্চিতভাবেই এশিয়ান জায়ান্টদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ: ৪৮ রানে হারল বাংলাদেশ
২ বছর আগে
নিউজিল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে ১৩৭ রান করেছে বাংলাদেশ।
দলের পক্ষে ওপেনার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া নুরুল হাসান সোহান অপরাজিত ২৫ রান করেন।
নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইস সোধি দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।
আরও পড়ুন: ২০২২-আইসিসি-পুরুষ টি-২০ বিশ্বকাপ:-ভেন্যু ও প্রাইজ মানি
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি দলের জন্য শেষ প্রস্তুতির সুযোগ।
বাংলাদেশের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একটি পরিবর্তন করেছে, ব্লেয়ার টিকনারের পরিবর্তে অ্যাডাম মিলনে দলে ফিরেছেন।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ:-পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজ:-টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২ বছর আগে
ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা।
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি দলের জন্য শেষ প্রস্তুতির সুযোগ।
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একটি পরিবর্তন করেছে, ব্লেয়ার টিকনারের পরিবর্তে অ্যাডাম মিলনে দলে ফিরেছেন।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইস সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম
পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ: ভেন্যু ও প্রাইজ মানি
নারী এশিয়া কাপ: ভারতকে ১৩ রানে হারাল পাকিস্তান
২ বছর আগে
ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ
নিউজিল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে শুক্রবার পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৮ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শুরুটা ভালো না হলেও দুই উইকেটে ৮৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশে। এরপর বাকি ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০১ রান।
ক্রাইস্টচার্চের এ ম্যাচে বাংলাদেশ জেতার মতো অবস্থায় ছিল না। টাইগারদের নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে হতাশাজনক ব্যাটিংয়ের জন্য অনুমেয় ফলাফলই দেখতে হয় ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশ দলের পরীক্ষামূলক ওপেনিং জুটি মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান ২৬ বলে ২৫ রান যোগ করেন। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের হাতে শিকার হওয়ার আগে মেহেদি ১১ বলে ১০ রান করেন।
১৪ রান করতে মেহেদির চেয়ে সাত বল বেশি খেলেন সাব্বির। ডানহাতি এই ব্যাটসম্যানের উইকেট নেন হারিস রউফ। রউফের ছোঁড়া বল সাব্বির লেগ সাইডে খেলতে গিয়ে একটু আগেই ব্যাট ঘুরিয়ে বলারের হাতেই বল পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি অনলাইনে বিক্রির পরিকল্পনা বিসিবির
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরে আসা নিয়ে সাব্বির আবারও প্রশ্ন করার জায়গা তৈরি করলেন।
আপ্রাণ চেষ্টা করেছেন লিটন দাস ও আফিফ হোসেন। তৃতীয় উইকেটে তারা ৫০ রান যোগ করলেও জুটি ভেঙে যাওয়ায় বেকায়দায় পড়তে হয় বাংলাদেশকে।
পরপর দুই বলে লিটন ও মোসাদ্দেককে সরিয়ে দেন মোহাম্মদ নেওয়াজ। নুরুল হাসান ছয় নম্বর উইকেটে খেলতে নেমে ৯ বলে মাত্র আট রান করেন।
ইয়াসির আলি ২১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে হ্যারিসের বলিংয়ে আলি ২০ রান করলেও পরাজয় ঠেকাতে তা যথেষ্ট ছিল না।
পাকিস্তানের হয়ে ওয়াসিম জুনিয়র তিনটি ও নওয়াজ দুটি উইকেট নেন।
এর আগে,ওপেনার মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৭৮ রান পাকিস্তান বাংলাদেশের ১৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট এনে দিতে সক্ষম হয়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের উদ্দেশে শুক্রবার ঢাকা ছাড়বে টাইগাররা
মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ একটি উইকেটের বিনিময়ে আট ওভারে ৯০ রান দেন। এদিকে, ম্যাচটিতে তাসকিন আহমেদ ছিলেন অসাধারণ। চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি।
টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২২ রান করা বাবরকে সরিয়ে দেয়ার আগে রিজওয়ান ও বাবর আজমের ৫২ রানের ওপেনিং স্থায়ী ছিল।
পাকিস্তানের তিন নম্বর উইকেটে শান মাসুদ ২২ বলে ৩১ রান করেন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের শিকার হন তিনি।
উইকেটের একপাশে রিজওয়ান শক্ত অবস্থানে থাকলেও অপরপাশ থেকে বাংলাদেশ উইকেট পাচ্ছিল। ম্যাচের অর্ধেক যেতে না যেতেই বাংলাদেশ হায়দার আলী (৬), ইফতিখার আহমেদ (১৩) ও আসিফ আলীর (৪) উইকেট নিজেদের দখলে নিয়ে আসে।
রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে শনিবার স্বাগতিকদের মুখোমুখি হবে পাকিস্তান।
আরও পড়ুন: আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
২ বছর আগে
ড্র নিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশ
ক্রাইস্টচার্চে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশ ও নিউজিল্যাঞ্জের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের সেরা টেস্ট ফলাফল। এই সিরিজের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে মোট ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। তবে প্রথম টেস্টে কিউইদের আট উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ।
বিদেশে বড় দলের বিপক্ষে টেস্ট জেতার স্বপ্ন ছিলো উল্লেখ করে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও বিদেশে সিরিজ জিতব আমরা। আমাদের এখন সেই প্রয়োজনীয় বিশ্বাসটুকু আছে। এই সিরিজের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিলো এটা। তবে আমাদের এখনও অনেক কিছু করার আছে।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
যদিও দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১১৭ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ইনিংসে, নিউজিল্যান্ড ছয় উইকেটে ৫২১ রানের পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের হয়ে কিউ অধিনায়ক টম ল্যাথাম ডাবল সেঞ্চুরি এবং ডেভন কনওয়ে সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।
জবাবে, ইয়াসির আলীর সর্বোচ্চ ৫৫ রানে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
মুমিনুল বলেন, ‘এটা হতাশাজনক যে আমরা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়েছি। এই ম্যাচে আমাদের বোলিংও প্রত্যাশা মতো হয়নি। প্রথম ইনিংসে সোহান (নুরুল হক), ইয়াসির (আলি) ভালো করেছে, দ্বিতীয় ইনিংসে লিটন অসাধারণ ছিল।’
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হয়।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে লিটন ১১৪ বলে ১০২ রান করেন। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি।
২ বছর আগে
ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুল হকের দল। কিউইদের প্রথম ইনিংসে ৫২১ রানের জবাবে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে দিন শেষে নিউজিল্যান্ড ৩৯৫ রানে এগিয়ে রয়েছে।
এর আগে দিনের প্রথম বলে ডেভন কনওয়ে সিরিজে দ্বিতীয় শতক পূর্ণ করেন। এছাড়া অধিনায়ক টম ল্যাথামও কিছুক্ষণ পর ডাবল সেঞ্চুরি করেন।
মেহেদি হাসান মিরাজের বলে কনওয়ে রান আউট হওয়ার পর রস টেলর ব্যাট করতে মাঠে নামলে বাংলাদেশের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন। এই টেস্টের পর সাদা পোশাকে টেলরেকে আর দেখা যাবে না।
শেষ টেস্টের প্রথম ইনিংসে টেলর ২৮ রানে আউট হন। যদিও এই টেস্টে তার আর ব্যাট করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ নিয়ে টেলর মোট ১১২টি টেস্ট খেলেন। ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরিসহ ৭ হাজার ৫০০ এর বেশি রান করেন তিনি।
শেষ পর্যন্ত ১২৮ দশমিক ৫ ওভারে ছয় উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
আরও পড়ুন: ক্রাইস্টচার্চ টেস্ট: ল্যাথাম-কনওয়ের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে কিউইরা
স্বাগতিকদের বিশাল স্কোরের জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানেই তাদের চার উইকেট হারায়। শেষ পর্যন্ত দলীয় ১২৬ রান হয় ইয়াসির আলি রাব্বির ৫৫ এবং নুরুল হাসান সোহানের ৪১ রানের কল্যাণে।
বাংলাদেশের টপ অর্ডারের পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেনি। এর মধ্যে দুজন শূন্য রানে বিদায় নেন।
কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া টিম সাউদি তিনটি এবং কাইল জেমিসন দুটি উইকেট নেন।
এ নিয়ে বোল্ট টেস্টে ৩০০ উইকেট শিকার করলেন।
দিনের খেলা শেষে বোল্ট বলেন, ‘এই মাইলস্টোন আসলে কোন ব্যাপার না, এই তালিকায় বেশ কিছু বড় নাম আছে। উইকেটে ভালো গতি এবং বাউন্স ছিল, আমি বোলিং উপভোগ করেছি।’
এর আগে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে স্বাগতিকদের আট উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
২ বছর আগে
ক্রাইস্টচার্চ টেস্ট: ল্যাথাম-কনওয়ের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে কিউইরা
মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারার পর রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড শক্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে। প্রথম দিন শেষে স্বাগতিকরা মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে।
অধিনায়ক টম ল্যাথাম ১৮৬ এবং ডেভন কনওয়ে চলতি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র এক (৯৯) রান দূরে আছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। তবে বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন ২১ ওভার বল করে ১১৪ রান রান দিয়েছেন। তার ইকোনমি রেট ৫ দশমিক ৪। তবে এবাদতের বলে ল্যাথামের বিরুদ্ধে আম্পায়ার দুবার এলবিডব্লিউর সাড়া দিলেও রিভিউ নিয়ে কিউই অধিনায়ক বেঁচে যান।
বাংলাদেশের একমাত্র সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। তিনি উইল ইয়াংকে ৫৪ রানে ফেরত পাঠান।
এই টেস্টে ওপেনার মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে। তিনি খেলছেন প্রথম টেস্টে হাতে চোট পাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে। এছাড়া কুঁচকির চোটের কারণে এই টেস্টে দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
বোলিং অনুশীলনে মাশরাফি
২ বছর আগে
বোলিং অনুশীলনে মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণের আগে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৩৮ বছর বয়সী এই পেসার ২০২০ সালের ডিসেম্বরে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছেন। সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন।
একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন উল্লেখ করে মাশরাফি গণমাধ্যমকে বলেন, শুধুমাত্র অল্প রান আপে কয়েকটি বল করেছি।
তিনি বলেন, ‘আমি কিছুটা পিঠের ব্যথায় ভুগছি। সুস্থ হতে একটু সময় লাগবে। আমি ধীরে ধীরে শুরু করছি।’
আরও পড়ুন: লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
এসময় আগামী সপ্তাহের মধ্যেই পুরো রান-আপ নিয়ে বোলিং শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মাশরাফি।
২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ঢাকা দলের প্রতিনিধিত্ব করবেন এই অভিজ্ঞ বোলার।
চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য টেস্ট দলের প্রশংসা করেছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় জয় বলে অভিহিত করেন মাশরাফি।
তিনি বলেন,‘আমি এটাকে 'সেরা জয়ের একটি' বলতে পছন্দ করি না, এটি আসলে আমার কাছে সেরা জয়।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
মাশরাফি আরও বলেন, ‘নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের সেরা খেলোয়াড়রা এই সিরিজে নেই। আপনি যদি এই বিষয়গুলো মনে রাখেন তবে এটি ছিল আমাদের জন্য সেরা জয়।’
মাশরাফির মতে, বাংলাদেশের পেস বোলাররা প্রতিটি ফরম্যাটেই ধীরে ধীরে উন্নতি করছে। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এবাদত হোসেন যা করেছে তা তার দীর্ঘ পরিশ্রমের ফল।
তিনি বলেন, আপনি যদি আমাদের টি-টোয়েন্টির পরিসংখ্যান দেখেন, আমাদের পেসাররা সেখানে ভালো করেছে। টেস্ট এমন একটি ফরম্যাট যেখানে আমাদের পেসাররা দীর্ঘ সময় ধরে কাজ করছে। এর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। তাসকিনের (আহমেদ) দিকে লক্ষ্য করলে দেখা যাবে, সে ভালো করতে শুরু করেছে। এবাদত ইতোমধ্যে সে কি করতে পারে তার প্রমাণ দিয়েছে। আর রাহিও (আবু জায়েদ) ভালো করছে। তাদের ওপর আমাদের আরও বিশ্বাস করতে হবে এবং এটি শেষ পর্যন্ত তাদের টেস্টে আরও ভালো করতে সাহায্য করবে।
ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই মুমিনুল হকদের প্রথম জয়। এটি ছিল ২০১৩ সালের পর নিউজিল্যান্ডে কোনো এশিয়ান দলের প্রথম টেস্ট জয়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।
আরও পড়ুন: হাতে ৩ সেলাই, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মাহমুদুল হাসান
২ বছর আগে