ক্রাইস্টচার্চে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশ ও নিউজিল্যাঞ্জের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের সেরা টেস্ট ফলাফল। এই সিরিজের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে মোট ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। তবে প্রথম টেস্টে কিউইদের আট উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ।
বিদেশে বড় দলের বিপক্ষে টেস্ট জেতার স্বপ্ন ছিলো উল্লেখ করে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও বিদেশে সিরিজ জিতব আমরা। আমাদের এখন সেই প্রয়োজনীয় বিশ্বাসটুকু আছে। এই সিরিজের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিলো এটা। তবে আমাদের এখনও অনেক কিছু করার আছে।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
যদিও দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১১৭ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ইনিংসে, নিউজিল্যান্ড ছয় উইকেটে ৫২১ রানের পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের হয়ে কিউ অধিনায়ক টম ল্যাথাম ডাবল সেঞ্চুরি এবং ডেভন কনওয়ে সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।
জবাবে, ইয়াসির আলীর সর্বোচ্চ ৫৫ রানে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
মুমিনুল বলেন, ‘এটা হতাশাজনক যে আমরা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়েছি। এই ম্যাচে আমাদের বোলিংও প্রত্যাশা মতো হয়নি। প্রথম ইনিংসে সোহান (নুরুল হক), ইয়াসির (আলি) ভালো করেছে, দ্বিতীয় ইনিংসে লিটন অসাধারণ ছিল।’
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হয়।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে লিটন ১১৪ বলে ১০২ রান করেন। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি।