গ্রিন রোড
আজিমপুর কবরস্থানে সমাহিত কাওসার আহমেদ চৌধুরী
দেশবরেণ্য গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর গ্রিন রোডের একটি ক্লিনিকে মারা যান কাওসার আহমেদ চৌধুরী।
কিডনি, প্রেশার ও স্নায়ুজনিত জটিলতায় অনেকদিন ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। অবস্থার অবনতি হওয়া গত ৯ ফেব্রুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। কিন্ত সেখান থেকে একদিন পর ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় গীতিকারকে। পরবর্তীতে করোনায় আক্রান্ত হন এবং অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই
দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘আপনার রাশি’ নামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।
এছাড়া তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।
‘কবিতা পড়ার প্রহর’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘রূপালী গিটার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি তার জনপ্রিয় কিছু গান।
২ বছর আগে
রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গ্রিন রোডে ১৪ তলা বিশিষ্ট আর এস টাওয়ারের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আর এস টাওয়ারের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান রাশেদ।
আরও পড়ুন: রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর গ্রিন রোডে আর এস টাওয়ার নামে ১৪ তলা বিশিষ্ট একটি ভবনের পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
লঞ্চে আগুন: প্রতিবেদন জমা দিলো তদন্ত কমিটি
২ বছর আগে