খাদ্য সামগ্রী
ঈদে ১০ টাকায় ‘গরীবের কসাইখানা’র গরুর মাংস!
‘গরীবের কসাইখানা’ নামের ব্যতিক্রমী ঈদ বাজার আয়োজনের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মুখে মাত্র ১০ টাকার বিনিময়ে হাসি ফুটিয়েছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কামারখাড়া স্কুল মাঠে ১০ টাকার বিনিময়ে নিম্ন আয়ের তিন শতাধিক পরিবার ১০ টাকায় এক কেজি গরুর মাংস, এক কেজি পোলাও চাল ও মাংসের মশলা কিনে নেয়।
এমন আয়োজনে হাসি ফুটেছে অসহায় নিম্নআয়ের মানুষের মুখে। এর আগে রমজানের শুরুতে ১০ টাকায় ইফতার বাজার আয়োজন করেছিলো সংগঠনটি। এ নিয়ে ১০ টাকার বাজার থেকে ৫১৩টি পরিবার বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করেন।
আরও পড়ুন: শোলাকিয়ায় এশিয়ার বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত
জেলার টংগিবাড়ী উপজেলার হাইয়ারপাড় গ্রামের সেফালি বেগম (৩৫) বলেন, ‘বাজারে অনেকগুলো গরু জবাই করছে। তা দেখে ছোট পোলায় বায়না ধরছে ঈদ গরুর মাংস খাবে। তিনদিন ধরে পোলারে বুঝাইতাছি আজ না কাল, কিন্তু গরুর মাংস তো সাড়ে ছয়’শ টাকা কেজি কেমনে আনবো। ঈদর দিন পোলায় মন খারাপ করবো। সেই চিন্তায় ঘুম আসে না। কিন্তু আল্লাহ ছোট বাচ্চাটার মনের ইচ্ছে পূরণ করছে। তাই তো হঠাৎ করে এতো কম টাকা দিয়ে গরুর মাংস কিনলাম। এই দামে তো আমার বাপ-দাদারাও কিনে নাই।’
২ বছর আগে
গোয়ালন্দে যৌনপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ
করোনায় ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় ৮০০ জন নারী ও ১০০ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার চত্বরে বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থার পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দাতা সংস্থা দি কাদেরী চ্যারিটেবল ফাউন্ডেশনের (কেসিএফ) সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের সিএনবি ঘাট ও রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ও শিশুর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে অসহায়দের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
খাদ্য সামগ্রীর মধ্যে নারীদের জন্য রয়েছে ২৫ কেজি ওজনের এক বস্তা চাউল, ছয় কেজি আলু, পাঁচ কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, পাঁচটি সাবান ও একটি করে মাস্ক। এছাড়া শিশুদের জন্য দেয়া হয়েছে চার প্যাকেট বিস্কুট, এক কেজি চিনি, ২৫০ গ্রাম ওজনের এক প্যাকেট করে গুড়া দুধ ও ৫০০ গ্রাম ওজনের দুই প্যাকেট সুজি।
আরও পড়ুন: মাগুরায় ২ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শাপলা মহিলা সংস্থার সভানেত্রী চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে জিয়াউর রহমানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, শাপলা মহিলা সংস্থার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম প্রমুখ।
২ বছর আগে