ধলেশ্বরী
ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে লিমন হোসেন (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন ও আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আহতরা মুন্নু মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বিলের পানিতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে শিক্ষার্থীসহ নিহত ২
নিহত লিমন হোসেন মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলির ছেলে। নিখোঁজ দুইজন হলেন, একই এলাকার দানেজ আলির ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং উত্তর কাউনার গ্রামের মৃত সেলিমের ছেলে রাসেল (১৪)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার যমুনা সেতু দেখতে ৬০ জন ট্রলার করে নৌভ্রমণে যান। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দিবাগত রাত ১২টার দিকে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলার চালকসহ ভ্রমণকারী ৫৮ জন নদীর পারে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন এবং পাঁচজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নিলে ডাক্তার লিমনকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।’
আরও পড়ুন: সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩
কর্ণফুলীতে নৌকায় ফেরির ধাক্কা, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতিসহ ২ যাত্রী নিখোঁজ
৪ মাস আগে
ধলেশ্বরী নদী থেকে কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের জাগীর সেতুর নিচে ধলেশ্বরী নদী থেকে মো. শহিদুল ইসলাম নামের এক কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার
নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
তিনি গাজীপুর কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন: জৈন্তাপুরের মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
৬ মাস আগে
ধলেশ্বরীতে ট্রলারডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার ছয়দিন পর সোমবার আরও তিনজনের লাশ উদ্ধার হয়েছে।
নিহতরা হলেন-তানিম (৮), আবদুল্লাহ (১৬) ও শামসুদ্দিন (৩০)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল ৯টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও একজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
রবিবার নদী থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: মৃত্যের সংখ্যা বেড়ে ৬
এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় অনেক যাত্রী সাঁতার কেটে নিরাপদে যেতে সক্ষম হলেও অন্তত ১০ জন নিখোঁজ হন।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৫ দিন পর ৪ মরদেহ উদ্ধার
২ বছর আগে
ধলেশ্বরীতে ট্রলারডুবি: মৃত্যের সংখ্যা বেড়ে ৬
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার সন্ধ্যায় আরও দু’জনের লাশ উদ্ধার হয়েছে।এর আগে সকালে চারজনের লাশ উদ্ধার হয়েছে।
নিহতরা হলেন, জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির ১৮,জোছনা বেগম (৩৩), আব্দুল মোতালেব (৪২) ও আওলাদ হোসেন (৩০)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ৮টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে চারটি লাশ উদ্ধার করে।পরে সন্ধ্যায় আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৫ দিন পর ৪ মরদেহ উদ্ধার
এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এই ঘটনায় একই পরিবারের তিনজনসহ অন্তত আট যাত্রী নিখোঁজ আছেন।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: আটক ৪, লঞ্চ জব্দ
২ বছর আগে
ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৫ দিন পর ৪ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার চার জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
নিহতদের মধ্যে তিনজন হলেন জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির ১৮।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ৮টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: আটক ৪, লঞ্চ জব্দ
এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এই ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: ১০ যাত্রী নিখোঁজ
২ বছর আগে