পর্যটন এলাকা
ঢাকা- কক্সবাজার ট্রেন চালু হবে আগামী বছরের জুনে
২০২০ সালের জুন মাসে ঢাকা থেকে পর্যটন এলাকা কক্সবাজারে ট্রেন চালু হবে বলে জানিয়েছন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার বিকালে রেলভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান ।
তিনি বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন, ২০২৩ সালের জুন মাসেই ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। সে জন্য আমরা কাজ অনেক দূর এগিয়েছি। আশা করছি এর মধ্যে সকল কাজ শেষ হবে।
আরও পড়ুন: শিগগিরই ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু
টিকিট কালোবাজারি থেকে রেল মুক্ত হতে পারেনি। এজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এখন নতুন প্রতিষ্ঠানকে (সহজডটকম) দায়িত্ব দেয়া হয়েছে। মাত্র দুই-তিন মাস হয়েছে, আমরা অপেক্ষা করতে চাই, দেখি আমরা কতটুকু তাদের সার্ভিস পাই।
মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি-এগুলো সমাধানের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, কথা বলছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ ধরনের সমস্যা থাকবে না।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু আগামী বছরের জুনে: রেলমন্ত্রী
২ বছর আগে
সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতকে পর্যটন এলাকা ঘোষণা
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনরূপ কার্যক্রম গ্রহণের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯ দশমিক ১০ একর এলাকায় পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ ব্যাহত হচ্ছে বা ভবিষ্যতে আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: কলকাতা ভ্রমণ: দর্শনীয় স্থানে যাওয়ার উপায় ও খরচ
এমতাবস্থায়, বাংলাদেশের পর্যটন শিল্প ও সেবা খাতের পরিকল্পনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনরূপ কার্যক্রম নিয়ন্ত্রণকল্পে বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইনের ক্ষমতাবলে এই এলাকা পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।
২ বছর আগে