মো. নুরুল ইসলাম সুজন
আট মাস পর ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলবে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে ট্রেন চলাচল শুরু হবে।
তিনি বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতার কারণে ডুয়েল গেজ লাইন নির্মাণে কিছুটা বিলম্ব হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণে প্রাণঘাতী এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে: ভারতের রেলমন্ত্রী
মন্ত্রী বলেন, সামগ্রিক প্রকল্পটি ত্বরান্বিত করতে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনকে বর্তমানে ডাবল লাইন ওয়ানে উন্নীত করা হচ্ছে। এছাড়া দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে উভয় প্রকল্পের কাজ একযোগে করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরের জুনের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ হবে।
এছাড়া ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেললাইনের কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী।
তিনি বলেন, কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের ট্রায়াল রান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে।
এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
ঢাকা-নারায়ণগঞ্জ রুট ও পদ্মা সেতু প্রকল্প ছাড়াও মন্ত্রী খুলনা থেকে মোংলা ও চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত একটি বড় প্রকল্পের পরিকল্পনার কথা জানান।
গত বছর বাংলাদেশ রেলওয়ে ঘোষণা করেছিল, নারায়ণগঞ্জের ওপর পদ্মা সেতু রেললাইন প্রকল্পের কাজের কারণে ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন পরিষেবা ৩ মাসের জন্য বন্ধ থাকবে।
আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল শুরু হবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল শুরু হবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
১ বছর আগে
যুগোপযোগী করার লক্ষ্যে রেলে ইলেক্ট্রিসিটি ব্যবহার করা হবে: মন্ত্রী
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে রেলে ইলেক্ট্রিসিটি ব্যবহার করা হবে।
আরও পড়ুন: রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত: রেলমন্ত্রী
ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল শুরু হবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
রবিবার (১৬ জুলাই) রেলভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এন্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য ট্রাকশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে চট্রগ্রাম এবং টঙ্গি থেকে জয়দেবপুর অংশের কাজ করার জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এন্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানিকে যে দায়িত্ব দেওয়া হলো।
এছাড়া তারা নিদিষ্ট সময়ের মধে তা শেষ করবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ইউরোপসহ পৃথিবীর প্রায় সকল দেশে রেলে গ্যাস ও ইলেক্ট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমণ হয় না। এটি পরিবেশবান্ধব তাই প্রথমবারের মতো বাংলাদেশে ইলেক্ট্রিসিটি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, এছাড়া প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণে প্রাণঘাতী এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে: ভারতের রেলমন্ত্রী
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনের বেশি নিহত, আহত ৯০০
১ বছর আগে
অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি: রেলমন্ত্রী
ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি...। কোনো সিদ্ধান্ত নেয়া হলে আমরা আপনাদের জানাবো।’
মঙ্গলবার রাজধানীর রেলভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এ তথ্য জানান।
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
আরও পড়ুন: জীবননগরে ট্রেনের ধাক্কায় কৃষক নিহত
এদিন মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এসব বিধিনিষেধ আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
২ বছর আগে