ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি...। কোনো সিদ্ধান্ত নেয়া হলে আমরা আপনাদের জানাবো।’
মঙ্গলবার রাজধানীর রেলভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এ তথ্য জানান।
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
আরও পড়ুন: জীবননগরে ট্রেনের ধাক্কায় কৃষক নিহত
এদিন মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এসব বিধিনিষেধ আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।