নিতাইগঞ্জ
নারায়ণগঞ্জে গুদামে বিস্ফোরণে একজন নিহত, আহত ৯
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি গুদামে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেনের মৃত্যু হয়। দগ্ধ বাকিদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের পর দোতলা ভবনে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে কী কারণে বিস্ফোরণ ও আগুন লেগেছে তা জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৫
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দীন বলেন, ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
নিতাইগঞ্জ বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির জানান, ডাল, চাল, লবণসহ অন্যান্য পণ্যের গুদাম হিসেবে ব্যবহৃত ওই ভবনের মালিক জেলা আটা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ান। প্রায় ১০০ বছরের পুরানো ভবনের প্রথম তলাটি প্রায় ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।
জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ঘটনাস্থল থেকে ভিড় করা সাধারণ মানুষদের সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের পর আগুন, আহত ২
১ বছর আগে
নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের পর আগুন, আহত ২
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় এবং তা আংশিক ধসে পড়লে দুইজন আহত হয়।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল ৯টার দিকে ওই এলাকার দোতলা একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লাগে। বিস্ফোরণের পর ভবনটির একটি অংশ ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তবে কী কারণে বিস্ফোরণ ও আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৫
সীতাকুণ্ডে বিস্ফোরণ: অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
১ বছর আগে
নারায়ণগঞ্জের ককশিট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গোডাউনে বুধবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত এবং বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২
২ বছর আগে