কালাই
কালাইয়ে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৬
জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে অটোরিকশা ধাক্কায় নিহত ১
নিহতরা হলেন- ফাহিমা খাতুন ও রোকন। আহতরা হলেন- মাইক্রোবাসের চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রোহান ও নিশাদ। সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি একটি ট্রাকের পিছনে এসে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আনোয়ার হোসেন জানানএ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। আর চালক ও সহকারী পালিয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
৮ মাস আগে
কালাইয়ে ট্রাক্টরের দ্রুতগতিতে প্রাণ গেল ভ্যানচালকের
জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোভ্যানচালক আব্দুর রহিম (৩১) কালাই উপজেলার নওনাগ্রাম গ্রামের আবু তালেবের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রহিম পুনট বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের পাশে নিজ ব্যাটারিচালিত অটোভ্যানে আলুর বস্তা ওঠাচ্ছিল।
ওই সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আব্দুর রহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত মিলনের মৃত্যু
১ বছর আগে
জয়পুরহাটে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্য আটক
জয়পুরহাটের কালাইয়ে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট ও মোসলেমগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-খাজা ময়েন উদ্দিন (৪৪), আজাদুল ইসলাম (৩৭), আব্দুল করিম ফোরকান আলী (৪৫), আফসার মন্ডল (৫৬), নুরুল ইসলাম (৫১), বাবলু ফকির (৫২), সোবহান মন্ডল (৫২), মোজাহিদুল মন্ডল (৪১) ও সাজেদুল ফকির (৩৭)।
বুধবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার
তিনি বলেন, দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট,মোসলেমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কিডনি বেচাকেনা চক্রের ৯ জনকে আটক করে র্যাব।
এর আগে গত বছরের ১১ অক্টোবর অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: পাকিস্তানে তুষারপাত: গাড়িতে আটকা পড়ে ২২ জনের মৃত্যু
বগুড়ায় হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক ১৭
২ বছর আগে