কালাই
কালাইয়ে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২, আহত ৬
জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে অটোরিকশা ধাক্কায় নিহত ১
নিহতরা হলেন- ফাহিমা খাতুন ও রোকন। আহতরা হলেন- মাইক্রোবাসের চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রোহান ও নিশাদ। সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি একটি ট্রাকের পিছনে এসে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আনোয়ার হোসেন জানানএ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। আর চালক ও সহকারী পালিয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
১০ মাস আগে
কালাইয়ে ট্রাক্টরের দ্রুতগতিতে প্রাণ গেল ভ্যানচালকের
জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোভ্যানচালক আব্দুর রহিম (৩১) কালাই উপজেলার নওনাগ্রাম গ্রামের আবু তালেবের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রহিম পুনট বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের পাশে নিজ ব্যাটারিচালিত অটোভ্যানে আলুর বস্তা ওঠাচ্ছিল।
ওই সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আব্দুর রহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত মিলনের মৃত্যু
১ বছর আগে
জয়পুরহাটে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্য আটক
জয়পুরহাটের কালাইয়ে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট ও মোসলেমগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-খাজা ময়েন উদ্দিন (৪৪), আজাদুল ইসলাম (৩৭), আব্দুল করিম ফোরকান আলী (৪৫), আফসার মন্ডল (৫৬), নুরুল ইসলাম (৫১), বাবলু ফকির (৫২), সোবহান মন্ডল (৫২), মোজাহিদুল মন্ডল (৪১) ও সাজেদুল ফকির (৩৭)।
বুধবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার
তিনি বলেন, দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট,মোসলেমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কিডনি বেচাকেনা চক্রের ৯ জনকে আটক করে র্যাব।
এর আগে গত বছরের ১১ অক্টোবর অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: পাকিস্তানে তুষারপাত: গাড়িতে আটকা পড়ে ২২ জনের মৃত্যু
বগুড়ায় হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক ১৭
২ বছর আগে