জয়পুরহাটের কালাইয়ে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট ও মোসলেমগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-খাজা ময়েন উদ্দিন (৪৪), আজাদুল ইসলাম (৩৭), আব্দুল করিম ফোরকান আলী (৪৫), আফসার মন্ডল (৫৬), নুরুল ইসলাম (৫১), বাবলু ফকির (৫২), সোবহান মন্ডল (৫২), মোজাহিদুল মন্ডল (৪১) ও সাজেদুল ফকির (৩৭)।
বুধবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার
তিনি বলেন, দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার জয়পুর বহুতি, বৈরাগীহাট,মোসলেমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কিডনি বেচাকেনা চক্রের ৯ জনকে আটক করে র্যাব।
এর আগে গত বছরের ১১ অক্টোবর অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: পাকিস্তানে তুষারপাত: গাড়িতে আটকা পড়ে ২২ জনের মৃত্যু