কাওয়ালি
ঢাবিতে হামলার প্রতিবাদে কাওয়ালি অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার একই স্থানে আরেকটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করেছে সিলসিলা নামে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে তারা বাংলা ও উর্দু ভাষার বিভিন্ন কাওয়ালি গান ও কবিতা আবৃতি করেন।
আরও পড়ুন: কাওয়ালি সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২
অনুষ্ঠানের পর প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় দু’জন ছাত্রী ও একজন সাংবাদিকসহ ১১ জন আহত হয়।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০
২ বছর আগে
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা, আহত ৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সুফি সাংস্কৃতিক অনুষ্ঠানে (কাওয়ালি) ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় কমপক্ষে আট শিক্ষার্থী ও একজন সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এ কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই প্রায় ৭০-৮০ জন মঞ্চের চেয়ার ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে।
অনুষ্ঠানের সংগঠক মোল্লা মোহাম্মদ ফারুক বলেন, ‘এটা পরিষ্কার যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারীরা হামলা চালিয়েছে।’
অন্যদিকে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তার সমর্থকদের এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
এ ধরনের অভিযোগের নিন্দা জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। ষড়যন্ত্রকারীরা ছাত্রলীগের নাম ব্যবহার করছে এবং এ হামলাও ওইসব ষড়যন্ত্রকারীদের কাজ।’
আরও পড়ুন: এবার ঢাবির গণযোগাযোগের ১২ শিক্ষার্থী পেলেন ‘সিতারা পারভীন’ পুরস্কার
তিনি আরও বলেন, ‘তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ছাত্রলীগ এই হামলার সঙ্গে জড়িত নয়।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, ‘ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন জঘন্য হামলা প্রত্যাশিত নয়। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলো হামলার প্রতিবাদে সমাবেশ করে।
পরে হামলার প্রতিবাদে প্রক্টর কার্যালয়ের সামনে কাওয়ালী গান পরিবেশন করেন অনুষ্ঠানের আয়োজকরা।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, জয়-লেখকসহ আহত ১০
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন: ১৫ পদের ১৪টিতে নীল দলের প্রার্থী নির্বাচিত
২ বছর আগে